Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে গ্রামবাসীদের পথ অবরোধ

নন্দকুমার থানার অন্তর্গত জলপাই ১ নম্বর অঞ্চলের সমস্ত গ্রামবাসীরা এ দিন  দীর্ঘ সময় ধরে পথ অবরোধে করেন। এলাকার মানুষের  অভিযোগ,  এই এলাকার সংলগ্ন প্রতাপখালির  খাল দীর্ঘকাল ধরে  সংস্কার হয়নি, কচুরিপানায় ভর্তি ও বিভিন্ন রকম  গাছপা…

 







নন্দকুমার থানার অন্তর্গত জলপাই ১ নম্বর অঞ্চলের সমস্ত গ্রামবাসীরা এ দিন  দীর্ঘ সময় ধরে পথ অবরোধে করেন। এলাকার মানুষের  অভিযোগ,  এই এলাকার সংলগ্ন প্রতাপখালির  খাল দীর্ঘকাল ধরে  সংস্কার হয়নি, কচুরিপানায় ভর্তি ও বিভিন্ন রকম  গাছপালায় ভরে রয়েছে এই খাল, ফলে গ্রামের বিস্তীর্ণ এলাকা  প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই,তার উপর খালের মুখের কাছে দুটি অবৈধ ইটভাটা ও বালিখাদান থাকার জন্য বাইরে বেরোতে পারছে না বৃষ্টির জমা জল। ফলে বৃষ্টির জল বৃদ্ধি পেয়ে গ্রামের বেশকিছু চাষযোগ্য জমি ও পানচাষীদের পান বরজ জলের তলায়।পথ  ঘাট জলে ডুবে রয়েছে। এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা হলেও বিভিন্ন জায়গায় সাওড়াবেড়্যি জলপাই গ্রামের সমস্যা লিখিত ভাবে উন্নয়ন আধিকারিক কে ও  ডিএম অফিস পর্যন্ত অভিযোগ করা সত্ত্বেও এর কোনো সুরাহা হয়নি।তাই সোমবার গ্রামবাসীরা বাধ্য হয়ে দীর্ঘসময় ধরে পথ অবরোধে করেন। ঘটনস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।

No comments