আম্বেদকর ভবনে হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি রাখি বন্ধন অনুষ্ঠান পালন করে এবং সেই সঙ্গে হলদিয়ার "সবুজের অভিযান" পরিবার নিজেদের মধ্যে গাছ বিনিময় করেন। গাছের প্রতি ভালোবাসা তৈরি করা,কোন গাছ , কোন …
আম্বেদকর ভবনে হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি রাখি বন্ধন অনুষ্ঠান পালন করে এবং সেই সঙ্গে হলদিয়ার "সবুজের অভিযান" পরিবার নিজেদের মধ্যে গাছ বিনিময় করেন। গাছের প্রতি ভালোবাসা তৈরি করা,কোন গাছ , কোন সময়, কিভাবে লাগাতে হয় ও পরিচর্যা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়। বিশেষ ধরনের গাছ কোথায় পাওয়া যায় এবং গাছ লাগানোয় উৎসাহ দান মূল লক্ষ্য ।ফলস্বরূপ এই গাছ বিনিময় আগামী দিনে দূষণ প্রতিরোধের প্রাসঙ্গিক হয়ে উঠবে।
No comments