Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুয়ারে সরকার এর ক্যাম্প চলছে লক্ষা হাই স্কুল ( উ :মা : ) প্রাঙ্গণে , উপস্থিত বিধায়ক তিলক কুমার চক্রবর্তী

আজ ১৭ ই আগস্ট মঙ্গলবার , মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দাদের পূর্বে আবেদন করা  স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দিচ্ছেন মহিষাদল এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী । এবং সঙ্গে রয়েছ…

 




আজ ১৭ ই আগস্ট মঙ্গলবার , মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দাদের পূর্বে আবেদন করা  স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দিচ্ছেন মহিষাদল এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী । এবং সঙ্গে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস। তিনিও পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দাদের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেন। স্বাস্থ্য সাথীর কার্ড পেয়ে আবেদনকারী মহিলারা খুবই খুশি ও আনন্দিত। আবেদনকারীরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের লক্ষী ভান্ডার এর জন্য স্বাস্থ্য সাথী কার্ড এর প্রয়োজন ছিল । লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করার আগেই  কার্ড পেয়ে আমরা পরিবার গত  খুবই খুশি। আমরা গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের মহিলারা। অসহায় অবস্থার মধ্য দিয়ে আমাদের বাড়ির কচিকাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে জীবন যাপন করতে হচ্ছে। বাড়ির ছেলেরা সকাল  থেকেই বেরিয়ে যায় ,যে যার কর্মস্থলে। আমরা বাড়ির  মহিলারা বাড়িতে থাকি । বাড়ির রান্নাবান্নার সঙ্গে অন্যান্য কাজ করতে হয়। বাড়ির পাশ দিয়ে যখন কোন ফেরিওয়ালা, খাবারের দোকান দার , বরফ ওয়ালারা ডাক দিয়ে  যায় ।


তখন বাড়ির কচিকাঁচারা  বায়না ধরলে , আমাদের মত মহিলাদের হাতে দুটি পয়সা থাকে না। বাড়িতে ছেলেরা নেই । হঠাৎ কোনো আত্মীয়-স্বজন এসে পড়লে প্রাথমিক তাদের আতিথিয়তা বা সম্মান জানানোর  মত আমাদের হাতে পয়সাও থাকে না। আমরা মহিলারা  সেই মুহূর্তে  খুবই লজ্জিত এবং অপমানিত বোধ করি । কিন্তু আজকে আমাদের মত গ্রামাঞ্চলের মহিলাদের এইসব অসুবিধার কথাগুলি চিন্তা-- ভাবনা করে রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরই হাতের হাত খরচের জন্য লক্ষী ভান্ডার প্রকল্পে প্রতিমাসে 500 টাকা  করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এই 500 টাকা আমাদের হাতে প্রতিমাসে থাকলে অনেক  কাজে লাগবে । তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা মহিলারা ধন্যবাদ এবং  প্রণাম জানাই। রাজ্যের মা-মাটি-মানুষের  মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়ের  স্বপ্নেরলক্ষী ভান্ডার প্রকল্পের নানান কর্মসূচিকে সাকসেসফুল করার জন্য মহিষাদল ব্লকের লক্ষা ১ নম্বর  গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  চপ দ্বারিবেরিয়া  গ্রামে র বিজেপির নির্বাচিত গ্রাম সদস্য স্বপন দাস মহিষাদল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর সঙ্গে হাতে হাত মিলিয়ে একসঙ্গে ক্যাম্পে ঝাঁপিয়ে পড়ছে এলাকার  মহিলাদেরকে সাহায্য করার জন্য।


No comments