১৫ আগস্ট স্বাধীনতা দিবস । পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা র ৭৫ তম দিবস। ঘড়ির কাঁটা যখন ঠিক আটটায় ঘরে দাঁড়িয়ে রয়েছে । ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুর জেলার গর্বের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্…
১৫ আগস্ট স্বাধীনতা দিবস । পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা র ৭৫ তম দিবস। ঘড়ির কাঁটা যখন ঠিক আটটায় ঘরে দাঁড়িয়ে রয়েছে । ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুর জেলার গর্বের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৭৫ তম স্বাধীনতা দিবসে র পতাকা উত্তোলন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রত কুমার দে। জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি আরেকটি কলেজ ক্যাম্পাসে মহাত্মা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরী র ( Mahatma Gandhi Memorial Museum & Library )একটি ফলক লাল ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম ছাত্রীর হাত দিয়ে। আজকের এই মহৎ দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে উপস্থিত হন মহিষাদল রাজ কলেজর বিভিন্ন বিভাগের আচার্য্য গণ ।
No comments