সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিদ্যালয় “একুয়াকালচার আন্ডার কোভিড ১৯ পেনডামিকঃ চ্যালেঞ্জ , এফোর্ট ও ফিউচার স্ট্রাটেজিস” নামাঙ্কিত এক আন্তর্জাতিক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে । এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে ভারত থেকে আমন্…
সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিদ্যালয় “একুয়াকালচার আন্ডার কোভিড ১৯ পেনডামিকঃ চ্যালেঞ্জ , এফোর্ট ও ফিউচার স্ট্রাটেজিস” নামাঙ্কিত এক আন্তর্জাতিক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে । এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে ভারত থেকে আমন্ত্রিত ছিলেন হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু। কর্মশালায় হলদিয়ার মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু চলমান করোনা সংকটকালীন পরিস্থিতিতে মৎস্যচাষের অগ্রগতি অব্যাহত রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। কম খরচে মাছের উৎপাদনের জৈবজুস, বিভিন্ন প্রজাতীর দেশিয় মিশ্র মাছচাষ, মাছ চাষে ভেষজ প্রয়োগ সহ বিভিন্ন বাস্তবমুখী পদ্ধতির কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে হলদিয়ার অভিনব মাছ চাষের কার্যকর পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করেন । সমগ্র কর্মশালা সঞ্চালনা করেন বিডি ফিশ বাংলা তথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম মহসিন সাহেব। এছাড়াও এই কর্মশালায় ভারত থেকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রানী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন শ্রী বিপুল কুমার দাস এবং বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আখতার হোসেন, ফেনির বরিষ্ঠ উপজিলা মৎস্য আধিকারিক মহম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থী।
No comments