কাঁথি কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ব্যাংক পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুভেন্দু অধিকারীকে সরানো হল।এদিন ব্যাংকের জরুরি বৈঠকে পরিচালন কমিটি বসে। তাতে আলোচনা হয় ,দীর্ঘদিন চেয়ারম্যান অনুপস্থিত হওয়া তে ব্যাংকের স্ব…
কাঁথি কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ব্যাংক পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুভেন্দু অধিকারীকে সরানো হল।এদিন ব্যাংকের জরুরি বৈঠকে পরিচালন কমিটি বসে। তাতে আলোচনা হয় ,দীর্ঘদিন চেয়ারম্যান অনুপস্থিত হওয়া তে ব্যাংকের স্বাভাবিক পরিষেবা বাধা প্রাপ্ত হচ্ছিল।অপরদিকে শুভেন্দু বাবু কলকাতা হাই কোর্টে যে মামলা করেছেন তাতে ব্যাংক কর্তিপক্ষের পক্ষেই রায় দিয়েছে কোর্ট এবং ওই মামলা খারিচ করেছে। তাই ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে চেয়ারম্যান পদ থেকে সরানো হবে শুভেন্দু বাবু কে। এদিন সাংবাদিক বৈঠক ডেকে কাঁথি কো ব্যাংক এই তথ্য তুলে দেন সংবাদ মাধ্যম কে। ব্যাংকের মত ১৯জন ডিরেক্টার। ভোট দেওয়ার অধিকারী আছে ১৪জনের। এদিন উপস্থিত এবং সহ মত প্রকাশ করেন ১০জন। ব্যাংকের বর্তমান ভাইস চেয়ারম্যান চিন্তামনি মন্ডল পরবর্তী চেয়ারম্যান পদ সামলাবেন বলেই সিদ্ধান্ত পরিচালন কমিটির।
No comments