Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রী অরবিন্দ স্টেডিয়ামে খেলোয়াড়দের করোনা টিকা প্রদান করল কাঁথি লায়ন্স ক্লাব

কাঁথির লায়ন্স ক্লাবের পরিচালনায় কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে খেলোয়াড়দের করোনা টিকাপ্রদান শিবির অনুষ্ঠিত হলো।কাঁথি মহকুমা উপ সংশোধনাগারে এর আগে কয়েক দফায় বিচারাধীন বন্দিদের করোনা টিকা প্রদান করেছে কাঁথি লায়ন্স ক্লাব।এবার খেল…

 





কাঁথির লায়ন্স ক্লাবের পরিচালনায় কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে খেলোয়াড়দের করোনা টিকাপ্রদান শিবির অনুষ্ঠিত হলো।

কাঁথি মহকুমা উপ সংশোধনাগারে এর আগে কয়েক দফায় বিচারাধীন বন্দিদের করোনা টিকা প্রদান করেছে কাঁথি লায়ন্স ক্লাব।এবার খেলোয়াড়দের টিকা প্রদান করার জন্য এগিয়ে এল এই আন্তর্জাতিক সেবাপ্রতিষ্ঠান  । 

কাঁথির মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে বুধবার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ফুটবল লিগে অংশগ্রহণকারী চল্লিশ জন ফুটবলারকে  এদিন ভ্যাকসিন প্রদান করা হয় ।এই শিবিরের উদ্বোধন করেন কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশনের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক  ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য তথা চৌরঙ্গি লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি, বিশিষ্ট আইনজীবী মঞ্জুর রহমান খান,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত,সহ সাধারণ সম্পাদক আইনজীবী রামকৃষ্ণ পন্ডা, পিনাকী দীন্ডা, শুভজিৎ সিনহা প্রমুখ।প্রসঙ্গত নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা তত্ত্বাবধানে ও কাঁথি পৌরসভার ইউপিএইচসি ২ এর সহায়তায় গত দশ এপ্রিল থেকে করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করছে কাঁথি লায়ন্স ক্লাব । 

কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশনের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক তাঁর ভাষণে কাঁথি লায়ন্স ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।  রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য তথা চৌরঙ্গি লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি তাঁর ভাষণে কাঁথিকে করোনা মুক্ত করার প্রয়াসে ডাঃ অনুতোষ পট্টনায়েক ও কাঁথি লায়ন্স ক্লাবের  অবদানের কথা স্মরণ করিয়ে দেন ।

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী  মাঠে খেলোয়াড়দের করোনা টিকা প্রদানে এগিয়ে আসার জন্য কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশনের নোডাল অফিসার  ডাঃ অনুতোষ পট্টনায়ক ও কাঁথি লায়ন্স ক্লাবের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ।ভ্যাকসিন প্রদান করেন টিকাকর্মী নবনীতা পতি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লিও ক্লাবের সভাপতি অরিত্র দে  সদস্য বিশ্বরূপ আচার্য

No comments