Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাটের রাখি প্রতিবন্ধীরা তৈরী করে চলেছেন নিমতৌড়ির আবাসিকেরা,হচ্ছেন আর্থিক সমৃদ্ধি

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/wNDLPKub9qM

পূর্ব মেদিনীপুরে নিমতৌড়িতে প্রতিবন্ধী আবাসিকেরা এখন দিনরাত এককরে একাধিক সামাজিক বার্তাকে সামনে রেখে পরিবেশ বন্ধব পাটকে কাজে লাগিয়ে নানান ডিজাইনের রাখী প্রস্তুত করে চলেছেন।করোনা র…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/wNDLPKub9qM



পূর্ব মেদিনীপুরে নিমতৌড়িতে প্রতিবন্ধী আবাসিকেরা এখন দিনরাত এককরে একাধিক সামাজিক বার্তাকে সামনে রেখে পরিবেশ বন্ধব পাটকে কাজে লাগিয়ে নানান ডিজাইনের রাখী প্রস্তুত করে চলেছেন।করোনা রুখতে কোভিড ভ্যাকসিন নেওয়ার এবং সরকার যাতে দ্রুত সবাইকে দেয়,সেভ ড্রাইভ সেফ লাইফ,পরিবেশ রক্ষায় জলসংরক্ষন এমনকি আসন্ন শারদীয়ার শুভেচ্ছা জানিয়েও করা হচ্ছে পাটের রাখী।তবে যারা করছেন তারা কিন্তু কেউই আমার আপনার মতো স্বাভাবিক মানুষ নয়।কেউ কথা বলতে পারেনা,কেউ চোখে খুব সামান্য দেখে,কারোর দৈহিক বিকাশ ঘটেনি আবার এমননও প্রতিবন্ধী রয়েছে যার দু হাতই নেই কেবলমাত্র পা দিয়েই মনের জোরে করে চলেছেন স্বাভাবিক মানুষের মতোই সুদৃশ্য রাখী।পার্বতী নামে এই মেয়েটি জীবনের অবলম্বন হাত দুটো না থেকেও জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন।তমলুক ব্লকের নিমতৌড়ী হোমের আবাসিকারা

আর মাত্র কয়েকটা দিন বাকি রাখী,তাই দিনরাত এককরে এখন রাখী তৈরীতে চরমব্যস্ত। রং তুলি,পাট, লেশ, দড়ি দিয়ে সুন্দর সুন্দর রাখী রাখী তৈরী করা হচ্ছে। এই রাখী গুলো শুধু সুন্দর নয় একটা সামাজিক সচেতনতার বার্তা দেয়। সম্প্রীতির বন্ধনের সাথে সাথে এই সামাজিক বার্তা রাখীর গুরুত্বকে অনেক বাড়িয়ে তোলে।

 এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজার রাখী তৈরী হয়ে গিয়েছে, লক্ষমাত্রা আছে ২৫ হাজার রাখী তৈরীর তাই দিন ভোর এখন শুধুই ব্যস্ততা রাখী তৈরীতে। পার্বতী,সোনিয়া, পম্পা, মালেখা, মারিয়া, মার্জিনাদের স্নান খাওয়া নেই বললেই চলে। ১০ হাজারের অর্ডার এবং বিক্রির জন্য তিনটি কাউন্টার খোলা হয়েছে তাছাড়া প্রতিবছরের ন্যায় এবছরও পথ চলতি সাধারন মানুষ, দোকানদার, কর্মচারী, জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের করোনা স্বাস্থ্যবিধি মেনে রাখী পরানো হবে বলে জানান হোমের সাধারন সম্পাদক যোগেশ সামন্ত।তিনি আরো জানান রাখী বিক্রি করে উদ্ধৃত্ত অর্থ হোমের মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ভাতৃত্ব বন্ধনের সাথে সাথে সামাজিক দায়িত্ব পালনে হোমের আবাসিকারাও দায়বদ্ধ এই বার্তায় আমাদের এবারের রাখী কোভিড ভ্যাকসিন রাখী।যোগেশ বাবু এও জানান,অন্যান্য বছর আরো অনেক বেশী রাখীর চাহিদা থসকতো,কিন্তু করোনার প্রকোপে রাখীর বাজার মন্দা।তাই এবছর  মোট লক্ষমাত্রা ২৫ হাজার।এর পাশাপাশি প্রতিবন্ধী ৩৫ জন আবাসিক এই কাজের সাথে যুক্ত।এই রাখী প্রস্তুত করে এদেরও আর্থিক বিকাশ ঘটছে পাশাপাশি কাজের মধ্যে নিজেদের মনোনিবেশ থাকায় একপ্রকার আনন্দেই কাটাচ্ছেন হোমের প্রতিবন্ধী আবাসিকেরা।

No comments