পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গারানী দে রাখি বন্ধন উৎসব পালন করলেন নিজ বিদ্যালয় অঙ্গনে এবং পথে পথে। কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধিকে মান্…
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গারানী দে রাখি বন্ধন উৎসব পালন করলেন নিজ বিদ্যালয় অঙ্গনে এবং পথে পথে। কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধিকে মান্যতা দিয়ে ধাপে ধাপে পালন করলেন রাখি পূর্ণিমার পবিত্রক্ষণে রাখি বন্ধন উৎসব। অভিভাবক অভিভাবিকা প্রাক্তন অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং কমিউনিটি র মানুষজনও কিছু ছাত্র ছাত্রী এই উৎসবে যোগ দেন। কোভিদ পরিস্থিতির কারণে শিক্ষিকা সকলকে প্রথমে মাস্ক পরিয়ে দেন । তারপর রাখি চকলেট এবং সাবান উপহার দেন। অভিভাবক অভিভাবিকা গন তার ছাত্র-ছাত্রী সন্তানদের জন্য বাড়িতে নিয়ে যান রাখি। দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে বিদ্যালয় অঙ্গনে এবং পরে পথে পথে রাখি পূর্ণিমার পবিত্রক্ষণে রাখিবন্ধনের সম্প্রীতি সৌহার্দের উৎসব,মিলনের উৎসব উদযাপন করেন। চারটি প্রজন্ম যোগ দেয় আজকের এই মিলন উৎসবে। উপস্থিত হয়েছিলেন ভারত সরকারের বিজ্ঞান প্রসার দপ্তর এর সুচেতনা সায়েন্স ক্লাবের ছাত্রী সদস্যবৃন্দ সাহেবা খাতুন এবং আরজিনা খাতুন ।এছাড়া বিক্রম সারাভাই টেকনিশিয়ান সেন্টার নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সদস্যবৃন্দ।।
No comments