পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষারত্ন দুর্গা রানী দে উদযাপন করলেন বাংলা মায়ের বীর বিপ্লবী সন্তান কিশোর ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্ম বলিদান দিবস। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রাক্ত…
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষারত্ন দুর্গা রানী দে উদযাপন করলেন বাংলা মায়ের বীর বিপ্লবী সন্তান কিশোর ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্ম বলিদান দিবস। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও ভারত সরকারের বিজ্ঞান প্রসারের সুচেতনা সায়েন্স ক্লাবের সদস্যবৃন্দা সাহেবা খাতুন ও আরজিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও কমিউনিটির ছাত্ররা। শিক্ষিকা তার ভাষণে স্বদেশ প্রেম এবং মূল্যবোধ যুক্ত আগামী দিনের সুনাগরিক হিসাবে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার ওপর জোর দেন। উপস্থিত ছাত্রীদের শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি এবং মাস্ক ও সাবান প্রদান করা হয়। একই সঙ্গে সকলকে নভেল করোনা জনিত সর্তকতা গুলি পুরোপুরি মেনে চলার জন্য নির্দেশনা দেন।
No comments