(SFI,DYFI,AIDWA,CITU)- হলদিয়া দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে এবং ভারতীয় গণনাট্য সংঘ হলদিয়া মুক্তধারা শাখার সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালিত হলো হলদিয়া পৌরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল খুদিরামনগর চৌরাস্তা মোড়ে । গা…
(SFI,DYFI,AIDWA,CITU)- হলদিয়া দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে এবং ভারতীয় গণনাট্য সংঘ হলদিয়া মুক্তধারা শাখার সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালিত হলো হলদিয়া পৌরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল খুদিরামনগর চৌরাস্তা মোড়ে । গানে, আবৃত্তিতে ও আলোচনায় বারেবারে ঘুরেফিরে এলো একটি শ্লোগান দৃঢ় হোক সম্প্রীতির বন্ধনে।১৯০৫ সালের ১৬ই আগষ্ট।শুভ রাখীবন্ধন উৎসব , রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়
"আজি মেঘমুক্ত দিন ; প্রসন্ন আকাশ
হাসিছে বন্ধুর মতো ; সুমন্দ বাতাস
মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর,"-বিশ্বশান্তির লক্ষ্যে সমস্ত মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান। বিবিধ রতনে সজ্জিত এ দেশ আমাদের হৃদয়কে দোলা দিয়ে যায় সিন্ধুতরঙ্গে- "আজি ভারতের মহামানবের সাগরতীরে"। উচ্চারণ করেছিলেন রাখীবন্ধনের মূলমন্ত্র-"আমরা সবাই পরস্পরের ভাই ভাই। আমাদের সবার ধমনীতে বইছে এক রক্ত, যার রঙ লাল"। সেদিন "বন্দেমাতরম" ধ্বনীতে মুখরিত হয়েছিল আকাশ বাতাস। আমাদের কাছে অতি পবিত্র মাস। স্বাধীনতার মাস। রাখি বন্ধনে পবিত্র সম্পর্ক চির অটুট থাক।
No comments