Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত,অসমাপ্ত তাঁতের হাট নির্মান সম্পূর্ণ করার দাবি

পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও হস্তশিল্প এবং বস্ত্র দপ্তর কাঁথি পৌর এলাকার পুরনো ফায়ার বিগ্রেড অফিস চত্বরে তাঁতের হাট নির্মাণের জন্য ৫ কোটি ৭৯ লক্ষ ৩২ টাকার প্রকল্পের অনুমোদন প্রদান করে। বিগত পৌরবোর্ডের সময়কালে ১০ ই জুলাই, ২০১৯ ঠিক…

 






পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও হস্তশিল্প এবং বস্ত্র দপ্তর কাঁথি পৌর এলাকার পুরনো ফায়ার বিগ্রেড অফিস চত্বরে তাঁতের হাট নির্মাণের জন্য ৫ কোটি ৭৯ লক্ষ ৩২ টাকার প্রকল্পের অনুমোদন প্রদান করে। বিগত পৌরবোর্ডের সময়কালে ১০ ই জুলাই, ২০১৯ ঠিকাদার সতীনাথ দাস অধিকারী কে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়।


প্রাথমিক পর্যায়ে পুরনো এক তলার বিল্ডিং ভাঙার জন্য ৮ লক্ষ ৫৩ হাজার ১৮৪ টাকা ও তাঁতের হাট নির্মাণের জন্য ৩ কোটি ৫৯ লক্ষ টাকা ৪৮ হাজার ৯৮ টাকা র ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে ঠিকাদার কাজ শুরু করেন।তাঁতের হাট নির্মাণের জন্য ঠিকাদার যথারীতি দুতালা পর্যন্ত ঢালাই কাজ সম্পন্ন করেন। কিন্তু কাঁথি পৌরসভার ইঞ্জিনিয়ার সেলের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন  বাস্তুকারের উদাসীনতায় মেজারমেন্ট বুকে কাজের উল্লেখ ও বিল প্রস্তুত না করায় ক্ষুদ্র ও হস্তশিল্প এবং বস্ত্র দপ্তরের বরাদ্দ কৃত সমূহ টাকা অার্থিক বছরের শেষে ফেরত চলে যায়। এখন তাঁতের হাটের জন্য অর্ধসমাপ্ত দোতলা বিল্ডিং গরু-ছাগলের বিশ্রামাগারে পরিণত হয়েছে। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য রাজ্য সরকারের ক্ষুদ্র ও হস্তশিল্প এবং বস্ত্র দপ্তরের সাথে যোগাযোগ করার পরে ফেরত যাওয়া টাকা পুনরায় বরাদ্দ করে ঠিকাদারকে কাজের জন্য পেমেন্ট করতে সম্মত হয়েছেন।কিন্তু কোন এক অজানা কারণে কাঁথি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার দের কোন হেলদোল নেই। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন নির্বাহী অাধিকারিক কে অবিলম্বে বিল প্রস্তুত করে তাঁতের হাটের জন্য পুনরায় বরাদ্দ যোগ্য তহবিলের ইউটিলাইজেশনের উদ্যোগ গ্রহণের জন্য  দাবী জানিয়েছেন।

No comments