পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের চকদ্বীপা গ্রামে জাতীয় সড়কের পাশেই শীতলা মন্দির । সূত্রে জানা যায়শীতলা মন্দির চুরি করার পরিকল্পনায় এক জায়গায় জড়ো হয়। মন্দিরের প্রণামী বাক্স …
পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের চকদ্বীপা গ্রামে জাতীয় সড়কের পাশেই শীতলা মন্দির । সূত্রে জানা যায়
শীতলা মন্দির চুরি করার পরিকল্পনায় এক জায়গায় জড়ো হয়। মন্দিরের প্রণামী বাক্স চুরি করার সময় এলাকার মানুষের তৎপরতায় তাদেরকে ধরে ফেলা হয়। ভবানীপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছেন। তদন্তে নেমেছে ভবানীপুর থানা ।শিল্প শহর হলদিয়া চুরি ছিনতাই দিনদুপুরে চলছে প্রায় অনেক জায়গায়। ইতিমধ্যে ছিনতাইকারীদের হাতে অনেকে আহত হয়েছেন কিন্তু প্রশাসন তৎপর রয়েছেন সেই সকল মানুষদের ধরার জন্য। চকদ্বীপা গ্রামের শীতলা মন্দিরের চুরির ঘটনা সন্ধ্যা সাড়ে সাতটার সময় ।সন্ধ্যা দিয়ে চলে যাবার পর কয়েকজন ওই মন্দিরের সামনে ঘোরাঘুরি করতে দেখতে দেখা যায় । তার কিছু সময় পরেই দেখা যায় মন্দিরের ভিতরে লাগানো প্রণামী বাক্স বের করার জন্য উদ্যোগ নিয়েছিলেন গ্রামের মানুষের তৎপরতায় তাদেরকে ধরে ফেলে এবং গ্রামের মানুষ ভবানীপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।
No comments