Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমরা কি আফগানিস্তানে বসবাস করছি, পথসভা থেকে হুঙ্কার সৌমেন্দু অধিকারীর

আমরা কি আফগানিস্তানে বসবাস করছি নাকি, পথ সভা থেকে এমনই হুঙ্কার দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী৷ পশ্চিমবঙ্গ গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে এদিন কাঁথির মেচেদা বাইপাস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত পায়ে হেঁটে মি…

 






 আমরা কি আফগানিস্তানে বসবাস করছি নাকি, পথ সভা থেকে এমনই হুঙ্কার দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী৷ পশ্চিমবঙ্গ গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে এদিন কাঁথির মেচেদা বাইপাস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেন সৌমেন্দু। সেখানেই এই হুঙ্কার দেন কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রশাসক৷


সৌমেন্দু বলেন, “ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্য সরকার নতুন করে অশান্তির পরিবেশ নামিয়ে এনেছে৷ পুলিশ প্রশাসন ও জিহাদি বাহিনীকে কাজে লাগিয়ে সারা রাজ্যে অশান্তি তৈরি করা হচ্ছে। খেজুরিতে বৃদ্ধা ধর্ষিতা হয়েছে। নির্বাচনের পর দক্ষিণ কাঁথির মানুষ বাড়ির বাইরে বেড়াতে ভীত সন্ত্রস্ত। আমরা এই গণতন্ত্র চাইনি।’’


কাঁথি সেন্টাল বাসস্ট্যান্ডে বিজেপি নেতা নবীন প্রধানের উপর আক্রমণের প্রসঙ্গ তুলে ধরে সৌমেন্দু বলেন, ‘‘স্বাধীনতা দিবস পালনের জন্য দলের নেতা, কর্মীরা মঞ্চ তৈরি করছিলেন৷ সেটাকেও ভেঙে দেওয়া হল। নবীনদাকে আক্রমণ করা হল৷’’ এরপরই সৌমেন্দু বলেন, ‘‘আমরা প্রশ্ন করতে চাই, আমরা কি আফগানিস্তানে বসবাস করছি নাকি, বাংলায় তো রীতিমতো তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল৷’’

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাপস দলুই, উমেশ প্রধান, সম্পাদক নবীন প্রধান সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে পশ্চিমবঙ্গ গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করেন। এরপর পোষ্ট অফিস মোড়ে পথসভা করেন। সেখান থেকে কাঁথির মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন সৌমেন্দু৷ যদিও সৌমেন্দুকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ তৃণমূল নেতাদের কটাক্ষ, ‘‘উনি বাবা-দাদার কোটায় রাজনীতিতে এসেছেন৷ ফলে ওঁকে নিয়ে মন্তব্য করার প্রশ্নই ওঠে না৷’’

No comments