Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টাকা নিয়ে বাড়ি না করলেই শাস্তি জানালেন বিডিও

আবাস যোজনার টাকা নিয়ে বাড়ি না করলে F.I.R  করা হবে। বলে জানান , নন্দকুমার ব্লক এর বিডিও শানু বক্সী । তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের নির্দেশে নন্দকুমার ব্লক এর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক সভাতে অর্থাৎ মনিটর…

 





আবাস যোজনার টাকা নিয়ে বাড়ি না করলে F.I.R  করা হবে। বলে জানান , নন্দকুমার ব্লক এর বিডিও শানু বক্সী । তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের নির্দেশে নন্দকুমার ব্লক এর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক সভাতে অর্থাৎ মনিটরিং মিটিংয়ে এলাকার বিধায়ক, ব্লকের বিডিও , পঞ্চায়েত সমিতির সভাপতি, সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ গণ , গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান এবং নির্বাচিত সদস্য ও সদস্যাগণ , পঞ্চায়েত  অফিসের  বিভিন্ন আধিকারিক গন  দের উপস্থিতিতে মনিটরিং মিটিং সারা ব্লক জুড়ে হয় । এই মনিটরিং মিটিং অর্থাৎ উন্নয়নমূলক  সভা গুলিতে ধরা পড়ে , নন্দকুমার ব্লক এ মোট ১০৬ টি আবাস যোজনার  টাকা নিয়ে বাড়ি করে না। ব্লক এর আবাস যোজনা টাকা পেয়েও বাড়ি না করা  উপভোক্তাদেরকে এক সপ্তাহ সময়  দিয়েছিলেন নন্দকুমার ব্লক এর বিডিও শানু বক্সী। ব্লক থেকে নোটিশ পাঠানোর পর তড়িঘড়ি করে আবাস যোজনা র  বাড়ি শুরু করে উপভোক্তা গনে রা। গতকাল পর্যন্ত প্রথম দফায় নোটিশ পাঠানোর পরও ৫৮ জনআবাস যোজনার বাড়ি তৈরি করেনি ।  এক লক্ষ কুড়ি হাজার টাকা র আবাস যোজনার বাড়ির স্কিন। প্রত্যেককে প্রথমে ৬০০০০.০০ টাকা দেওয়া হয়েছিল বাড়ি তৈরি করার জন্য । কিন্তু তাদের একাউন্টে টাকা ঢুকার পর তারা আর বাড়ি তৈরি করেনি। বলে জানান নন্দকুমার ব্লকের বিডিও শানু বক্সী।

No comments