Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাক্ষিক পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ

কাঁথি শহরের সেচ দপ্তরের বাংলোতে অন্যদিন পাক্ষিক পত্রিকা র স্বাধীনতা অান্দোলন সংখ্যা ও ওড়িয়া সংস্করণের অনানুষ্ঠানিক প্রকাশ করলেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তরুণ মাইতি, প্রাক্তন সহকারী সভা…

 







কাঁথি শহরের সেচ দপ্তরের বাংলোতে অন্যদিন পাক্ষিক পত্রিকা র স্বাধীনতা অান্দোলন সংখ্যা ও ওড়িয়া সংস্করণের অনানুষ্ঠানিক প্রকাশ করলেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তরুণ মাইতি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, ওড়িশা র বিশিষ্ট অাইনজীবি সুকুমার রাণা,বিমান বিহারী জানা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভায় অন্যদিন পত্রিকা র পক্ষ থেকে সমস্ত অতিথি বর্গকে সম্বর্ধিত করা হয়। পত্রিকার সম্পাদক অমিত বিক্রম রাণা ও অাদিত্য মোহন রাণা সকলকে স্বাগত জানান। মৎস্য মন্ত্রী অখিল গিরি অন্যদিন পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। বিধায়ক তরুণ মাইতি বলেন শত প্রতিযোগিতা সত্বেও প্রিন্ট মিডিয়ার উপযোগিতা ছিল, অাছে,থাকবে।প্রাক্তন সহকারী সভাধিপতি সোশ্যাল মিডিয়া কে ক্রিকেটের টি-২০ ও ইলেকট্রনিক মিডিয়াকে ওয়ানডে ম্যাচের সাথে তুলনা করেন।প্রিন্ট মিডিয়া কে টেস্ট ম্যাচের সাথে তুলনা করে বলেন সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ার তাৎক্ষণিক উপযোগিতা অনস্বীকার্য। তবে টেস্ট ম্যাচের মত প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অপরিসীম।  চিন্তা, চেতনা ও ভাবনার জগতে প্রিন্ট মিডিয়ার ভূমিকা কখনো ফুরিয়ে যেতে পারে না।ক্ষুদ্র পত্র পত্রিকা প্রকাশনার প্রশ্নে কাঁথি ও এগরা শহর তথা অবিভক্ত কাঁথি মহকুমা র অবদান চিরভাস্বর হয়ে থাকবে বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন।

No comments