মুহূর্ত রোগীদের প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান করলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত দৃষ্টিহীন জেলাশাসক কেমপা হোনাইয়াও , আই এ এস। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে …
মুহূর্ত রোগীদের প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান করলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত দৃষ্টিহীন জেলাশাসক কেমপা হোনাইয়াও , আই এ এস। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে রক্তদান উৎসব এবং স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠানে র উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন এর সূচনা করেন, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন M.K.D র চেয়ারপারসন তথা বিধায়ক এবং পৌর প্রশাসক মেদিনীপুর দিনেন রায়,অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত সরকার( সাধারণ) , অতিরিক্ত জেলা শাসক সৌভিক ব্যানার্জী( উন্নয়ন),গভর্মেন্ট পিডার সুকুমার পড়িয়া প্রমূখ। এই রক্তদান শিবিরে মোট ১৩৭জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান শিবিরে একেবারেই প্রথমেই স্বেচ্ছায় মৃত্যু পথযাত্রী মানুষদের প্রাণ বাঁচাতে রক্ত দান করলেন দৃষ্টিহীন অতিরিক্ত জেলা শাসক আই. এ .এস কেমপা ।
রাজ্যের এই প্রথম দৃষ্টিহীন আইএস। বলে জানিয়েছেন, ফেডারেশনের জেলা শাখা সংগঠনের সভাপতি অনুপ কুমার মান্না। এদিনের সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অনুপ কুমার মান্না।বলে জানান সংগঠনের অন্যান্য আধিকারিক গন।
No comments