লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে জেলাজুড়ে উন্মাদনা চলছে। লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য স্বাস্থ্য সাথী কার্ড অবশ্যই প্রয়োজন। যে পরিবারে মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই । সেই পরিবারের মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করতে …
লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে জেলাজুড়ে উন্মাদনা চলছে। লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য স্বাস্থ্য সাথী কার্ড অবশ্যই প্রয়োজন। যে পরিবারে মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই । সেই পরিবারের মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। বলে জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। জেলাশাসক আরো বলেন, একটি পরিবার থেকে 25 হইতে 60 বছর বয়সি একাধিক মহিলা লক্ষীর ভান্ডার স্কিমে আবেদন করতে পারবেন। সে জন্য আলাদা স্বাস্থ্য সাথী কার্ড এর প্রয়োজন নেই । স্বাস্থ্য সাথীর একটি কার্ড থাকলেইআবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুর জেলাতে 16 ই আগস্ট থেকে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হচ্ছে। যে সমস্ত পরিবারগুলি তে এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথীর কার্ড হয়নি ।তারা ওই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। লক্ষী ভান্ডার প্রকল্পে জেনারেল মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা এবং এস .সি ও এস .টি তাদের জন্য এক হাজার টাকা করে প্রতিমাসে একাউন্টে দিবে রাজ্য সরকার । জেলার নন্দকুমার ব্লক এবং মহিষাদল ব্লকে এস. সি ও এস. টি কাস্ট সার্টিফিকেট এর জন্য এলাকার মহিলাদের ভিড় উপচে পড়ে এবং পূর্ব মেদিনীপুর জেলার ডি .এম বিল্ডিংয়ে স্বাস্থ্য সাথী কার্ড নেওয়ার জন্য এলাকার মহিলাদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন ব্যাংকগুলোতে মহিলাদের নামে নতুন একাউন্ট খোলার জন্য ভিড় সাধারণ মানুষজনদের নজর কেড়েছে। মহিলাদের একটাই উদ্দেশ্য লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য।
No comments