Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কচিকাচাদের সাথে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন বন্দরের শ্রমিক নেতা- প্রদীপ

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/y0WgkhCPRNkসৌভ্রাতৃত্বের মেলবন্ধনে হলদিয়া জয়নগর গ্রামে উৎসাহী যুবকদের উদ্যোগে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত হলদিয়া বিধানসভার অন্তর্গত সুতাহাটা পঞ্চায়েত সমি…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/y0WgkhCPRNk

সৌভ্রাতৃত্বের মেলবন্ধনে হলদিয়া জয়নগর গ্রামে উৎসাহী যুবকদের উদ্যোগে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত হলদিয়া বিধানসভার অন্তর্গত সুতাহাটা পঞ্চায়েত সমিতি জয় নগর গ্রামের পথ চলতি মানুষ অটো চালক ও কচিকাঁচাদের হাতে রাখি বন্ধন এর মধ্য দিয়ে এলাকার সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন  ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির সহ-সভাপতি ও কলকাতা হলদিয় পোর্ট সাধারণ সম্পাদক প্রদীপ  বিজলী।সুতাহাটা জয় নগর গ্রামে উৎসবের মেজাজে আট থেকে আশি আবালবৃদ্ধবনিতা সকলে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন। ভারতীয় মজদুর সংঘের সহ-সভাপতি প্রদীপ বিজলী  বললেন দিনটি ছিল ১৯০৫ সালের ১৬ই আগষ্ট।শুভ রাখীবন্ধন উৎসব , রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়"আজি মেঘমুক্ত দিন ; প্রসন্ন আকাশ  হাসিছে বন্ধুর মতো ; সুমন্দ বাতাস ,মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর,"-বিশ্বশান্তির লক্ষ‍্যে সমস্ত মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান। বিবিধ রতনে সজ্জিত এ দেশ আমাদের হৃদয়কে দোলা দিয়ে যায় সিন্ধুতরঙ্গে- "আজি ভারতের মহামানবের সাগরতীরে"। উচ্চারণ করেছিলেন রাখীবন্ধনের মূলমন্ত্র-"আমরা সবাই পরস্পরের ভাই ভাই। আমাদের সবার ধমনীতে বইছে এক রক্ত, যার রঙ লাল"। সেদিন "বন্দেমাতরম" ধ্বনীতে মুখরিত হয়েছিল আকাশ বাতাস। আমাদের কাছে অতি পবিত্র মাস। স্বাধীনতার মাস। রাখি বন্ধনে পবিত্র সম্পর্ক চির অটুট থাক।

No comments