একাধিক জেলার পাশাপাশি এবার মেচেদায় দিশা চক্ষু হাসপাতাল গঠিত হল, যেখানে চোখের নানান সমস্যা নিয়ে প্রত্যেক মানুষ চিকিতসা করাতে পারবেন। বহরমপুর, দুর্গাপির, বর্ধমান সহ হাওড়া,গড়িয়াহাট,নিউটাউন,বারাসাতের পর এবার পূর্ব মেদিনীপুরের মে…
একাধিক জেলার পাশাপাশি এবার মেচেদায় দিশা চক্ষু হাসপাতাল গঠিত হল, যেখানে চোখের নানান সমস্যা নিয়ে প্রত্যেক মানুষ চিকিতসা করাতে পারবেন। বহরমপুর, দুর্গাপির, বর্ধমান সহ হাওড়া,গড়িয়াহাট,নিউটাউন,বারাসাতের পর এবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় দিশা চক্ষু হাসপাতাল নতুন ভাবে প্রষ্ঠা হওয়ার ফলে জেলার বহু মানুষের চিকিতসা ক্ষেত্রে সুবিধা বলে মনে করছেন দিশা চক্ষু হাসপাতালের কর্ণধার । সেক্ষেত্রে ১৫ ই আগষ্ট স্বাধীনতা দিবসের দিন মেচেদায় নতুন দিশা চক্ষু হাসপাতালের উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন কোলাঘাটের বিধায়ক বিপ্লবরায় চৌধুরী, চক্ষু হাসপাতালের চিকিতসকরাও উপস্থিত ছিলেন।
এই হাসপাতালে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের অপরেশান ,চোখের পরীক্ষা ,সহ চোখের যাবতীয় চিকিতসা করা যাবে।
No comments