Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন করে কাজে যুক্ত হওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত হলদিয়া শ্রমিক

কোলকাতায় সেণ্ট্রাল লেবার কমিশনারের অফিআজসে পূর্ব মেদিনীপুর জেলার আইএনটিটিইউসি কার্যকরী প্রাক্তন-সভাপতি শিবনাথ সরকার উপস্থিত। তিনি বলেন হলদিয়ার ইতিহাসে এই প্রথম বেসরকারী সংস্হায় ভি আর এসের টাকা হলদিয়ার শ্রমিকরা ফিরে পেলেন।মহালক্ষ…

 






কোলকাতায় সেণ্ট্রাল লেবার কমিশনারের অফিআজসে পূর্ব মেদিনীপুর জেলার আইএনটিটিইউসি কার্যকরী প্রাক্তন-সভাপতি শিবনাথ সরকার উপস্থিত। তিনি বলেন হলদিয়ার ইতিহাসে এই প্রথম বেসরকারী সংস্হায় ভি আর এসের টাকা হলদিয়ার শ্রমিকরা ফিরে পেলেন।মহালক্ষী কোক এণ্ড পাওয়ার কোম্পানি সদিচ্ছা থাকা এই টাকা শ্রমিকরা ফিরত দিলেন।  এন্নর কোক লিমিটেড  মার্চ ২০১৮  কোম্পানী রুগ্ন ঘোষণা করে।  ওই সময়  শিবনাথ সরকার ছিলেন  ওয়ার্কিং প্রেসিডেণ্ট। শিবনাথ বাবু ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে  একটি অবজেকশন   দিয়েছিলেন  সেণ্ট্রাল লেবার কমিশনারের কাছে।  ইতিমধ্যে মহালক্ষী কোক এণ্ড পাওয়ার কোম্পানী কারখানাটি অধিগ্রহণ করেন। বারংবার শিবনাথ সরকার ভি আর এসের টাকা মিটিয়ে দেবার জন্য আবেদন করি। দীর্ঘ দু বছর পরে এন সি এল টি এন্নর কোকের কাছ থেকে  ৮০ লক্ষ ৭৮ হাজার  ৬৪২ টাকা মঞ্জুর করে পাঠিয়েছেন চেকের মাধ্যমে। এই ব্যাপারে মহালক্ষী কোম্পানীর ডিরেক্টর মিঃ দেবরাজ দের প্রচেষ্টার প্রশংসা করতে হয়। শিবনাথ বাবু বলেন মা মাটি মানুষের সরকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা এবং আমাদের ট্রেড ইউনিয়নের উদ্যোগেই ৬০ জন শ্রমিক ও কর্মচারী এই টাকা পাবেন। খুশির খবর পেয়ে শ্রমিকদের মধ্যে উৎসাহিত দেখা গেল।এক শ্রমিক  বললেন এটা সম্ভব হয়েছে আইএনটিটিইউসি কার্যকরী সভাপতি শিবনাথ বাবুর জন্য। উনি না থাকলে আমরা টাকা পেতাম না তিনি আরও  বলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিইউসি নতুন কমিটি গঠন হয়েছে শিবনাথ বাবু উপেক্ষিত । 


No comments