Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস

দেশপ্রাণ গভর্নমেন্ট অাইটিঅাই কলেজ সম্মুখস্থ মাঠে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের অায়োজনে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন বিধায়ক উত্তম বারিক ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। এই উপলক্ষে আয়োজিত …

 







দেশপ্রাণ গভর্নমেন্ট অাইটিঅাই কলেজ সম্মুখস্থ মাঠে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের অায়োজনে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন বিধায়ক উত্তম বারিক ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। এই উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির অাহ্বায়ক দীপু খাঁন।বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী শশাঙ্ক শেখর বেরা,সেক অাসরফ অালি,দিলীপ বারিক,সেক ইমরান হোসেন, সেক মঈনুদ্দিন, অাকতার রাজা,দেববল্লব মন্ডল,ফুল কুমার নায়ক, বিপ্লব মান্না, সেক অাফ্রিদি,সেক সাত্তার, জাহির খাঁন প্রমুখ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন অাবদুল সাত্তার। বিধায়ক উত্তম বারিক তাঁর বক্তব্যে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাসের উল্লেখ করেন। সেই সাথে সমাজ গঠনে ছাত্র সমাজকে গঠনমূলক ভূমিকা পালনের অাহ্বান জানান। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন দেশপ্রাণ ব্লকের সম্পদ হলো এই অাইটিঅাই কলেজ।এই কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসিং এর মাধ্যমে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিয়োগের বিষয়টি অবহেলিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রী ও সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা র কল্যাণে প্রভূত কর্মসূচী রূপায়িত হয়েছে। জনসাধারণের সার্বিক উন্নয়নে বিভিন্ন সামাজিক প্রকল্পের রূপায়ণ গোটা দুনিয়ায় নজর কেড়েছে।

No comments