Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একজন স্ত্রী ১৭ বছর ঘর- সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বললেনঃপুরুষগন সৃষ্টিকর্তার  প্রদত্ত এক অশেষ আশির্বাদ!কেননা,তারা স্বীয় যৌবনকে নিজ স্ত্রী- সন্তানদের জন্য ত্যাগ করে দেয়,,।তাদের উপর ভর করেই আমরা জীবনের সুখ- শা…

 



একজন স্ত্রী ১৭ বছর ঘর- সংসার করার পর 

স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বললেনঃ

পুরুষগন সৃষ্টিকর্তার  প্রদত্ত এক অশেষ আশির্বাদ!

কেননা,তারা স্বীয় যৌবনকে নিজ স্ত্রী- সন্তানদের জন্য ত্যাগ করে দেয়,,।

তাদের উপর ভর করেই আমরা জীবনের সুখ- শান্তি  ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি,,।

পুরুষ জাতি তো এমন এক স্বত্বা, 

যারা স্বীয় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের  জন্য 

সর্বাত্মক পরিশ্রম করে থাকেন,,।

কিন্তু এমন কঠোর পরিশ্রম আর ত্যাগ সত্যেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি ও 

একরাশ হতাশা আর দুঃখ - কষ্ট দিয়ে,,। 


যদি তারা একটু ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের  জন্য বাহিরে যায় তাহলে বলি বেপরওয়াহ,,

যদি ঘরে বসে থাকে তাহলে বলি,অলস ও অকর্মণ্য,,!

যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি,,নির্দয় ও হিংস্র,,।

যদি স্ত্রীকে চাকরি করা থেকে বারণ করে তাহলে বলি সেকেলে,বা অনাধুনিক,,।

যদি  মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি,,

মা পাগল,,।

যদি স্ত্রীর সাথে প্রেমদয় আচরণ করে তাহলে বলি,, 

বৌ পাগল,,।

এতদসত্যেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর,,

যে তার সন্তানদের সর্বক্ষেত্রে 

নিজের চেয়েও সুখি দেখতে চায়,,। 


একজন পিতা এমন এক রোবট,

যিনি তার সন্তানদের থেকে সর্বদিক থেকে 

নৈরাশ হওয়ার পরেও তাদের মনপ্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য 

প্রার্থনা  করে,,। 


একজন বাবা তো এমন এক মহাপুরুষ,

যিনি স্বীয় সন্তানদের সকল কষ্ট সহ্য করে নেন,,।

তখনও,যখন সন্তান বাবার পায়ের উপর পা রেখে চলতে শেখে এবং তখনও,

যখন বড় হয়ে বাবার বুকের উপর পা রেখে চলে যায়,,। 


একজন বাবা পৃথিবীর এমন আশির্বাদ,, 

যিনি সারাজীবনের কষ্টার্জিত মহামূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদেরকে দিয়ে দেন,,।

যদি মা সন্তানদেরকে ৯ মাস পেটে ধারণ করে থাকেন,

তবে বাবা সারাজীবন স্বীয় ব্রেইনের মধ্যে ধারণ করে চলতে  থাকেন,,।

পৃথিবীটা ততোক্ষণই সুন্দর ও উপভোগ্য মনে হয় যতোক্ষণ,, বাবা,,নামক সত্বার ছায়া 

মাথায় উপর বিরাজমান থাকে,,। 


তাই বেঁচে থাকলে বাবাদের কদর করুন,,,,

চলে গেলে তাদের জন্য দু,হাত তুলে প্রার্থনা করুন,,।

সৃষ্টিকর্তা সকলের মা- বাবাকে সুখে - শান্তিতে রাখুক,,।

No comments