জল কমতেই উঠে গেল বিশাল আকারের একটি মাছ। ফুলবাড়ী মহানন্দা নদীর ব্যারেজে আজ সকালে প্রায় ৪০ কেজি ওজনের এই মাছটি হঠাৎ উঠে যায়। নদীতে জল আনতে গেলে বোল্ডার পারে উঠে গেলে স্থানীয় এক যুবক দেখতে পেয়ে সেটিকে কোনওমতে ডাঙ্গায় তোলেন এবং …
জল কমতেই উঠে গেল বিশাল আকারের একটি মাছ। ফুলবাড়ী মহানন্দা নদীর ব্যারেজে আজ সকালে প্রায় ৪০ কেজি ওজনের এই মাছটি হঠাৎ উঠে যায়। নদীতে জল আনতে গেলে বোল্ডার পারে উঠে গেলে স্থানীয় এক যুবক দেখতে পেয়ে সেটিকে কোনওমতে ডাঙ্গায় তোলেন এবং মাছ দেখতে ভিড় জমে যায় ব্যারেজ এলাকায়। এদিকে এত বড় বাঘাআর মাছ হাতে পেয়ে বিপাকে পড়ে যান সেই ব্যক্তি। কারণ কি করে খাবে এরপর কয়েকজন সিদ্ধান্ত নেন ব্যারেজের ওপরে সেই মাছটিকে কেটে কিলো দরে বিক্রি করতে। মাছ কাটতেই ভিড় জমে যায় এবং ৫০০ টাকা কিলো দরে বিক্রি করছেন সেই ব্যক্তি। করোনার পরিস্থিতি হাতের কাছে এত বড় মাছ পেয়ে আত্মহারা ব্যারেজ এলাকার ওই যুবক।
No comments