যুবতীর ডাটো বুকেপূর্ণিমার চাঁদ উকি মারে৷বসন্ত পায়ে পায়ে এসে উঠানে দাঁড়ায় দক্ষিনার সঙ্গে |লজ্জাকে জ্যোৎস্নায় রাঙিয়ে আমার দুচোখনির্ভার হৃদয়েরূপলোক রসলোকে গড়ে প্রণয় সেতু।বিশ্বাস কর সখী, তোমার ও চোখের কাজলআর মুছবেনা। বৈশাখ অ…
যুবতীর ডাটো বুকে
পূর্ণিমার চাঁদ উকি মারে৷বসন্ত পায়ে পায়ে এসে উঠানে দাঁড়ায় দক্ষিনার সঙ্গে |
লজ্জাকে জ্যোৎস্নায় রাঙিয়ে আমার দুচোখ
নির্ভার হৃদয়ে
রূপলোক রসলোকে গড়ে প্রণয় সেতু।
বিশ্বাস কর সখী, তোমার ও চোখের কাজল
আর মুছবেনা। বৈশাখ অসবেনা কোনো দিন তোমার
মল্লিকাবনে | তোমারি নয়ন ফাঁদে বার বার ধরা দেবে ভালবাসার কবুতর।
রক্ত শতদলের মতো শুধু একবার দাঁড়াও না
চোখের পাতায় এক একটা পঁপড়ি খুলে।
তোমার ইন্দ্র লোকের পারিজাত | মন্দাকিনী
তোমার সোনার পাহাড় | মন হারানো উপত্যকা
দুচোখ মেলে একবার দেখি। আর ছবিটা অাঁকতে
দাও অন্তরে বাহিরে |এবার আকাশের চাঁদ মর্ত লোকের চাঁদ এক হয়ে যাবে। চলো আমরা হাঁটা দেই সময় থেকে সময়ান্তরে|
দেখ, কোথাও একটা ফুল ঝরেনা আর।
নদীটা এখন শুধু জোয়ারের ভাষাবোঝে
বোঝেনা অন্য কোনো কিছু |
No comments