Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা শাসকের নির্দেশক্রমে অমৃত বেরিয়াগ্রাম পঞ্চায়েতের উন্নয়ন সম্পর্কিত সভা

পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের নির্দেশক্রমে মহিষাদল ব্লক এর অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের হলঘরে চলছে উন্নয়ন সম্পর্কিত সভা। এই সভায় উপস্থিত আছেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল ব্লকের  বিডিও যোগ…

 


পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের নির্দেশক্রমে মহিষাদল ব্লক এর অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের হলঘরে চলছে উন্নয়ন সম্পর্কিত সভা। এই সভায় উপস্থিত আছেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল ব্লকের  বিডিও যোগেশ চন্দ্র মন্ডল,  জয়েন্ট বিডিও বনমালী হালদার,  স্বাস্থ্য       কর্মা দক্ষ  তরুণ কান্তি মন্ডল,  অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিমালা প্রামানিক , নির্মাণ সহায়ক শরদিন্দু জানা ,  উপপ্রধান সঞ্জীব মাইতি, সঞ্চালক সহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে নির্বাচিত সদস্য ও সদস্যাগণ এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক গণ। এই সভায় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে রাস্তাঘাট ,জল নিকাশি ব্যবস্থা গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা , পানীয় জল, গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রূপনারায়ন নদীর মোহনা থেকে যেসব ছোট-বড় লক গেট রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলছে বিধায়কের উপস্থিতিতে।  আজকের এই উন্নয়ন সম্পর্কিত সভাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে , গ্রাম পঞ্চায়েত এলাকার জল নিকাশির ব্যবস্থা এবং রাস্তাঘাট এর উপর। গুরুত্ব দেওয়া হয়েছে করোনা  আবহে গ্রামীণ এলাকার বাজার গুলি সপ্তাহে দুদিন করে বসে। সেগুলিকে সরকারের নিয়ম কানুন মেনে চলতে হবে। সেদিকে লক্ষ্য রাখতে হবে গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান এবং বিভিন্ন নির্বাচিত সদস্য সদস্যাদের কে।

No comments