শুভেন্দু অধিকারী কে সরিয়ে মহিষাদল স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী প্রজ্ঞানন্দ স্মৃতি রক্ষা সমিতি নতুন সভাপতি হলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুই দফায় মোট ছয় বৎসর এই পদে ছিলেন …
শুভেন্দু অধিকারী কে সরিয়ে মহিষাদল স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী প্রজ্ঞানন্দ স্মৃতি রক্ষা সমিতি নতুন সভাপতি হলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুই দফায় মোট ছয় বৎসর এই পদে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সমিতির বাৎসরিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। সমিতির মোট সদস্য সংখ্যা ৪১ জন। বাৎসরিক সভায় তিলক বাবুর নাম প্রস্তাব হওয়ার পর ২৬ জন সদস্য সকলেই তাকে সমর্থন করেন। অন্যদিকে সম্পাদক হিসেবে প্রবীণ সদস্য শীতল প্রসাদ বাগ পুনর্নির্বাচিত হয়েছেন। জানা গিয়েছে ১২ ই আগস্ট প্রজ্ঞানন্দ স্বরস্বতীর জন্মদিনে প্রতি বৎসর বাৎসরিক সভা হয়। সংস্থা নিয়ম অনুযায়ী তিন বছর অন্তর বাৎসরিক সভা ডেকে সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়। এবছর শুভেন্দু বাবুর সভাপতি পদের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। এবার ওই পদে স্থানীয় বিধায়ক ভূমিপুত্র সভাপতি করার জন্য সোচ্চার হোন স্বাধীনতা সংগ্রামী ও সমিতির সদস্যরা। তিলক চক্রবর্তী জানান স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত সংগঠনের সভাপতি হয়ে গর্ব অনুভব করছি। তাম্রলিপ্ত জাতীয় সরকারের দুই প্রাণপুরুষ সতীশচন্দ্র সামন্ত এবং সুশীল কুমার ধাড়া উদ্যোগে সমাজকল্যাণে এই সমিতি তৈরি হয়েছিল। কারণ স্বাধীনতা সংগ্রামীদের তাদের উদ্বুদ্ধ করেছিলেন প্রজ্ঞানন্দ সরস্বতী। স্মৃতি রক্ষা সমিতির অডিটোরিয়াম লাইব্রেরী পার্ক দেখাশোনা করে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণের বিধায়ক তহবিল ছাড়াও হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে গ্রামীণ লাইব্রেরীকে ডিজিটাল পড়ুয়া ও গ্রামের মহিলাদের জন্য কম্পিউটার ট্রেনিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।
No comments