Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় পতাকা কখন তোলা হয়

আপনি কি জানেন, ১৫ই আগস্ট আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, অফিসিয়ালি যাকে বলে 'Hoisting', অথচ ২৬শে জানুয়ারি আমরা জাতীয় পতাকা 'Unfurl' করি।কি মানে এই দুটি কথার? সামনেই ১৫ই আগস্ট, চলুন দেখে নিই কি পার্থক্য Hoisting …

 




আপনি কি জানেন, ১৫ই আগস্ট আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, অফিসিয়ালি যাকে বলে 'Hoisting', অথচ ২৬শে জানুয়ারি আমরা জাতীয় পতাকা 'Unfurl' করি।

কি মানে এই দুটি কথার? সামনেই ১৫ই আগস্ট, চলুন দেখে নিই কি পার্থক্য Hoisting আর Unfurled এর...

১৫ই আগস্ট আমাদের জাতীয় পতাকা গোটানো অবস্থায় পতাকার পোল বা রড এর মাঝামাঝি জায়গায় বাঁধা থাকে, সেখান থেকে তাকে টেনে উপরে তুলে উত্তোলন করা হয়। একে Hoisting বলা হয়। এর মানে এই যে এক সময় আমরা পরাধীন ছিলাম, পতাকা নিচে ছিলো, ইংরেজ দের দাসত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধিনতা লাভ করেছি, তাই পতাকা নিচ থেকে উপরে উঠলো।

২৬শে জনুয়ারি তে কিন্তুু জাতীয় পতাকা গোটানো অবস্থায় একেবারে উপরেই বাঁধা থাকে। দড়ির এক টানে সেই পতাকা খুলে দেওয়া হয় মাত্র। নিচ থেকে টেনে উপরে তোলা হয় না। একে বলে Unfurled। এর মানে এই যে আমরা এখন  সার্বভৌম একটা দেশ, আমাদের পতাকা পোলের সবথেকে উপরে থাকবে। এই দিন জাতীয় পতাকা নিচ থেকে উপরে তুললে জাতীয় পতাকার অবমাননা করা হয়।

No comments