Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেছেদার কালী মন্দিরে কোভিড বিধি মেনেই চলছে পূজার্চনা

দীর্ঘ লকডাউনে স্তব্ধ ছিল গোটা বিশ্ব। তাঁর ফলে লোকসানের পথে চলছিল ব্যবসা, কারন করোনা আতঙ্কে মানুষ গৃহবন্দী থাকার পর দীর্ঘ একবছর কাটলেও রোজগার থেকে পিছিয়ে ব্যবসায়ীরা। যে কারনে দোকান খোলা থাকলেও দেখা মেলেনি ক্রেতাদের। শনিবার পূর্ব…

 







দীর্ঘ লকডাউনে স্তব্ধ ছিল গোটা বিশ্ব। তাঁর ফলে লোকসানের পথে চলছিল ব্যবসা, কারন করোনা আতঙ্কে মানুষ গৃহবন্দী থাকার পর দীর্ঘ একবছর কাটলেও রোজগার থেকে পিছিয়ে ব্যবসায়ীরা। যে কারনে দোকান খোলা থাকলেও দেখা মেলেনি ক্রেতাদের। শনিবার পূর্ব মেদিনীপুরের মেছেদার কালী মন্দিরে এদিন ভিড় হতে দেখা যায় ,যাঁর ফলে মিষ্টি,ও ফল দোকানে ভিড় জমলে খুশি হয় দোকানদাররা। বিক্রিবাটা হয় মনের মতো করে। কারন মন্দিরে পূজা দিতে মানুষের ভিড় হয় চোখে পড়ার মতো ,তবে সম্পূর্ন কোভিড বিধি মেনে। মাস্ক ব্যবহার করে স্যানিটাইজ করেই মন্দিরে প্রবেশ করানো হয়। তবে বাস চলার কারনে কিছু ভক্ত পূজা দিতে আসছেন এই মন্দিরে। তবে মন্দির কর্তপক্ষের নির্দেশানুসারে কোভিড বিধি মেনে ভিড় এড়িয়ে তবেই মন্দিরে প্রবেশ করানো হয় ভক্তদের। মন্দির কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানায় দুরদুরান্ত থেকে আগত ভক্তরা।

No comments