Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সারাদেশের সাথে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন উদ্যোগে পালিত হলো স্বাধীনতা দিবস

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/0DMJ8Rmllyg
আজ সারা দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৭৫ তম স্বাধীনতা দিবস।বাদ যায়নি এরাজ‍্যেও।করোনা আবহের মধ‍্যেও বাংলার বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকেই জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল…

 




ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/0DMJ8Rmllyg


আজ সারা দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৭৫ তম স্বাধীনতা দিবস।বাদ যায়নি এরাজ‍্যেও।করোনা আবহের মধ‍্যেও বাংলার বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকেই জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল‍্যদান,স্বাধীনতা সংগ্ৰামীদের স্মতিচারণ করা হয়।কিন্তু শিল্পশহর হলদিয়ায় দেখা গেল এক অন‍্য ছবি।স্বাধীনতা দিবসের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে অল ইন্ডিয়া মাইনোরিটি এ্যাসোসিয়েশানের হলদিয়া ইউনিটের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হল ডাল,ডাল,আলু,শাক-সবজি,জ‍্যন্তমাছ সহ বিভিন্ন ধরনের খাদ‍্য সামগ্রী।উল্লেখ্য কয়েকদিন আগেই অতিবৃষ্টির প্রভাবে মাঠের পর মাঠ জলের তলায় হারিয়ে যায়।নষ্ট হয়েছে শাক-সবজি থেকে পুকুরের মাছ।ফলে বর্তমানে বাজার আগুন।এক ধাক্কায় জিনিসপত্রের দাম বেড়ে দ্বিগুণ।তাই বাজারে গেলেই হাত পুড়ছে গৃহস্তের।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন,কেন্দ্রীয় নেতৃত্ব ডঃ তিমির বরণ সিনহা,আব্দুল সেলিম,সেক রকি সহ অন‍্যান‍্যরা।আব্দুল সেলিম জানান হলদিয়ার বস্তি এলাকার বহু মানুষ করোনা কালে কাজ হারিয়েছে।পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগের ফলে ঘরবাড়ি নষ্ট হয়েছে।এই পরিস্থিতিতে তাদের রুটি-রজিতে টান পড়েছে।তাই আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি।যাতে অত‍্যন্ত তারা কিছুটা উপকৃত হয়।এবং কয়েকটা দিন তারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে।প্রত‍্যন্ত গরীব মানুষদের জন‍্য লকডাউনের প্রথম থেকেই বিভিন্ন ভাবে সাহায্য করা হয়েছে।

No comments