Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন খারাপের জন্মদিন- শ্যামল সেন

নদীর জোয়ারে বা ভাটায় - আমাদের নিপাতনে সিদ্ধ এক জন্মদিন - আসবেই ফিরে ফিরে/কুমারী বর্ষার পাশে চাঁদ ঝিমঝিম।তাঁর কবিতার শিরোনাম এবং কয়েকটি লাইন। তাঁরই জন্মদিনের সঙ্গে মিলেমিশে একাকার। পঁয়ষট্টিতম জন্মদিন। তখন এই জন্মদিন ছিল একান্তই আম…

 






নদীর জোয়ারে বা ভাটায় - আমাদের নিপাতনে সিদ্ধ এক জন্মদিন - আসবেই ফিরে ফিরে/

কুমারী বর্ষার পাশে চাঁদ ঝিমঝিম।

তাঁর কবিতার শিরোনাম এবং কয়েকটি লাইন। তাঁরই জন্মদিনের সঙ্গে মিলেমিশে একাকার। পঁয়ষট্টিতম জন্মদিন। তখন এই জন্মদিন ছিল একান্তই আমাদের 'আপনজন' এর। তিনি আপনজনের মধ্যমণি। কমলের সৌজন্যে জন্মদিনের কেক কেটে নিঃশব্দে আপনজন দপ্তরে সেই জন্মদিন উদযাপনের ছবি তো চোখের সামনে ভাসছে। আজ, এখন তিনি স্মৃতিচারণার জন্মদিনে সবার। অনুপস্থিতি প্রবল উপস্থিতি হয়ে অনুরণিত হচ্ছে। ভালবাসার হৃদয়গুলি যত্নে রেখেছে তাঁর স্মৃতিমাণিক্য। অনুভবের আলোয় ফুটে উঠবে কত স্মৃতিচিত্ররেখা। তিনি আলোকিত হবেন নতুন জন্মে, প্রেরণার কোনও সাংকেতিক বর্ণ সবার অলক্ষ্যে ছড়িয়ে পড়বে জন্মদিনের কিরণমালা হয়ে। কবি তমালিকা পণ্ডাশেঠ প্রশাসক ছিলেন বলেই কি না ধোঁয়াধুলো মাখা একটি শহর স্বপ্ন দেখতে ভালবেসেছিল একদিন। শহরের সরণিগুলি অমলতাসের নরম হলুদ ফুলের রেণু মেখে হেঁটে চলে দিনভর ক্লান্তিহীন। সেই হৃদয়হরণ হলুদের প্রেক্ষাপটে আপ্লুত কোনও তরুণ তরুণী নিজস্বীর মোহে মগ্ন হয়ে কতদিন সময়হীন। শিল্পশহরের প্রতিদিনে এমন কত আকাঙ্খার জন্ম দিয়েছেন তিনি হৃদয় ও স্বপ্নের মেলবন্ধন ঘটিয়ে। শ্রম ও মেহনতে পিষ্ট একটি শহরের মানুষের সামনে নতুন নতুন ভাবনার এক বর্ণময় কোলাজ তৈরি করে দিতে পেরেছিলেন কবি ছিলেন বলেই। পুরসভার ভাষাউদ্যানের পাশে কার না ভাল লাগে দু'দণ্ড জিরিয়ে নিতে। কেন মনে নেই, আর্কাইভে রাখার মত অসাধারণ সেই ক্যালেন্ডারগুলি। সাধারণ বিষয়গুলি তাঁর হাতের ছোঁয়াতেই তো অমূল্য সম্পদ। কাজগুলি এভাবেই থেকে যায় পথের দিকচিহ্ন হয়ে। তিনি কবি ছিলেন বলেই না!



No comments