Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া লক্ষ্য নিয়ে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া লক্ষ্য নিয়ে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। - UUPTWA -HALDIA SUB DIVISION COMMITTEE এর ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের কিছু মুহূর্ত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋতানন…

 






গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া লক্ষ্য নিয়ে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। - UUPTWA -HALDIA SUB DIVISION COMMITTEE এর ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের কিছু মুহূর্ত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋতানন্দজী মহারাজ (কাশীপুর আর্য আশ্রম) , মনীন্দ্র নাথ গায়েন (প্রধান শিক্ষক-ঢেকুয়া  হাইস্কুল)।জলধর মহাপাত্র (প্রধান শিক্ষক , গেঁওয়াডাব হাইস্কুল)। নিত্যানন্দ হাজরা (প্রধান শিক্ষক, গোপালপুর হাইস্কুল) । শঙ্কর প্রধান (UUPTWA -HALDIA SUB DIVISION SECRETARY), DR. সুতপা সরকার (CMOH - HALDIA SUB DIVISION HOSPITAL) আরোও বিশিষ্ট প্রাথমিক শিক্ষকগণ । ওনাদের মুল্যবান বক্তব্যে আমরা সম্পৃক্ত হলাম। রক্তদান কর্মসূচি ছাড়াও মাস্ক  স্যানিটাইজর  , বস্ত্র এবং চারাগাছ বিতরন করা হয় রক্ত দাতা এবং সাধারণ মানুষের মধ্যে ।।

No comments