Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবাধিকার কমিশন ST, SC কমিশন যখন আসছে, শাসক দল তৃণমূল বাধা দিচ্ছে- জয়প্রকাশ

মানবাধিকার কমিশন ST কমিশন, SC কমিশন যখন আসছে এই তৃণমূল আর বাধা দিচ্ছে, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার সাতমাইল দুলালপুর এক দলীয় কর্মসূচিতে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।এই দি…

 





মানবাধিকার কমিশন ST কমিশন, SC কমিশন যখন আসছে এই তৃণমূল আর বাধা দিচ্ছে, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার সাতমাইল দুলালপুর এক দলীয় কর্মসূচিতে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।এই দিন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত সাতমাইল দুলালপুর নেতাজী যুব সংঘে,দলীয় কার্যালয়ে জেলা কার্যকারিনী বৈঠক হয়।উক্ত বৈঠকে দলীয় কর্মপন্থা ও ভবিষ্যৎ কর্মসূচী ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।এই বিশেষ গুরুত্বপূর্ণ কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ‍্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ‍্য কমিটির সদস‍্য মলয় সিনহা,সোমনাথ রায়,অমলেন্দু পাহাড়ী,কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র,সুদাম পন্ডিত ও তাপস দোলাই,ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি,খেজুরী বিধানসভার বিধায়ক শান্তনু প্রামানিক, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস সহ জেলার সভাপতিমণ্ডলীর সদস‍্য ও আমন্ত্রিত সদস‍্যগন এবং জেলা কার্যকর্তা ও দলীয় নেতৃত্বগন। এই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন তিনি,পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়ে কার্যত শাসক দল তৃণমুলকেই নিশানা করলেন তিনি। পাশাপাশি আগামী দিনে একাধিক বিষয়ে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

No comments