Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক সোমনাথ বেরা বিরুদ্ধে

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/6AiPyr-Pl2Uচাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক তথা প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা বিরুদ্ধে। অভিযোগ যে গ্রুপ ডি গ্রুপ সি আ…

 




ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/6AiPyr-Pl2U

চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক তথা প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা বিরুদ্ধে। অভিযোগ যে গ্রুপ ডি গ্রুপ সি আপার প্রাইমারি সহ সরকারি বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লক এর বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কেউ অঞ্চল সভাপতি কেউবা বুথ সভাপতি বা কেউ আবার প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তমলুক ব্লকের নীলকুন্ঠ‍্যা অঞ্চলের নিলকুণ্ঠ‍্যা বুথ সভাপতি আশীষ মান্না তার অভিযোগ তার আত্মীয়কে চাকরি দেওয়ার নাম করে ১৩ লক্ষ টাকা দিয়েছে সোমনাথ বেরাকে, শেখ মর্তুজা আলি অনন্তপুর এক নম্বর অঞ্চল সভাপতি তিনি21 লক্ষ টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য, তমলুক ব্লকে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শশধর সামন্ত 16.50 লক্ষ টাকা দিয়েছিল নিজের ছেলের চাকরি দেওয়ার জন্য। তমলুক ব্লকের প্রায়35 জনের কাছ থেকে প্রায় 2 কোটি টাকারও বেশি টাকা নিয়েছিলেন চাকরি দেওয়ার নাম করে এমনই অভিযোগ করেন তারই দলের সদস্যরা। এই নিয়ে বারবার তৃণমূল নেতৃত্বের জানিয়েও কোনো সুরাহা হয়নি। বেশ কয়েকবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা দেয়নি। এবং বাউন্স চেক দিয়েছে সোমনাথ বাবু। এবার সোমনাথ বেরা বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। তৃণমূলের অন্দরে এমন ঘটনাকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

No comments