Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের প্রথম পর্যায়ে ৫২টি ট্রলি দিলো

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/7Z3fVFdDTq4
১৪ জুলাই বৃহস্পতিবার  বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় ইয়াস ঘূর্ণিঝড় ফলে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের ভ্রাম্যমাণ গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্টল মেরামতির পর…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/7Z3fVFdDTq4


১৪ জুলাই বৃহস্পতিবার  বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় ইয়াস ঘূর্ণিঝড় ফলে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের ভ্রাম্যমাণ গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্টল মেরামতির পর উদ্বোধন করলেন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ।এদিন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের  সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।  উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি,জেলা পুলিশ সুপার কে ওমরনাথ,  বিডিও রামনগর, সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।  প্রথম পর্যায়ে ৫২টি  ট্রলি দিলো পর্ষদ।  সম্পূর্ণ বিনামূল্যে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের। পাশাপাশি  সমুদ্রের জল ঢুকে নষ্ট হয়ে যাওয়া স্টল গুলি কে মেরামতির করে দেওয়ার পর উদ্বোধন করা হয়।   "এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, ঘূর্ণিঝড় ইয়াস-এর তান্ডবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘা ,শঙ্করপুর , মান্দারমনি ও তাজপুর সহ একাধিক এলাকায়। আর সেই ঝড়ের তান্ডবে ভেঙে গিয়েছিল দিঘা ও শঙ্করপুরের একাধিক মালিকদের স্টল ও দোকানপাট। ফলে চরম সমস্যার সম্মুখীন হয়েছিল হকাররা। আর এহেনঅবস্থায় হকারদের রুজি রোজগারের কথা মাথায় রেখে ইতিমধ্যে হকারকে ভ্রাম্যমাণ ট্রলিভ‍্যান ও ক্ষতিগ্রস্ত দোকানদারদের দোকান পুনর্নির্মিত করা হয়। এদিন নবান্ন থেকে এক  ভার্চুয়াল মাধ্যমে দিঘা ব্যবসায়ীদের জন্য নবনির্মিত ভ্রাম্যমাণ ট্রলিভ্যান ভেঙে যাওয়া দোকানদারদের পুনর্নির্মিত দোকানগুলির শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এখন পর্যন্ত সমগ্র খরচের পরিমান ৭০ লক্ষ টাকা।

No comments