Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা পরিস্থিতিতে ভর্তি ফি মুকুবের দাবিতে পাঁশকুড়া কলেজে অবস্থান বিক্ষোভ

করোনা পরিস্থিতিতে UG/PG তে 2nd,4th,6th সেমিস্টারের ভর্তি ফি মুকুবের দাবিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালি কলেজে অবস্থান বিক্ষোভ সংঘটিত হয়।বিক্ষোভ চলাকালীন উপস্থিত হয় পাঁশকুড়া বনমালি কলেজে  তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আকরাম…

 





করোনা পরিস্থিতিতে UG/PG তে 2nd,4th,6th সেমিস্টারের ভর্তি ফি মুকুবের দাবিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালি কলেজে অবস্থান বিক্ষোভ সংঘটিত হয়।বিক্ষোভ চলাকালীন উপস্থিত হয় পাঁশকুড়া বনমালি কলেজে  তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আকরাম সিদ্দিকী, তিনি জানান

সংগঠনকে ডেপুটেশনের এক কপি জমা দিতে,সংগঠন প্রিন্সিপালের সাথে কথা বলবে।এছাড়াও এখন করোনা পরিস্থিতি তাছাড়া প্রিন্সিপাল উপস্থিত নেই,এর পরেই হঠাৎ বিক্ষোভ চলাকালেউপস্থিত হয় পাঁচবার থানার পুলিশ,পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে গেলে ছাত্র ছাত্রীদের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে,এবং ছাত্র ছাত্রীরা পুলিশকে দেখে রীতিমতো শ্লোগান দিতে শুরু করে,ছাত্র-ছাত্রীদের একাংশের অভিযোগ করো না এবং রিয়াজ বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলায়প্রতিটি পরিবারের পক্ষেকলেজের ফি বাবদ টাকা দেওয়া সম্ভব নয়অবিলম্বে তাদের ফ্রীমুখে পড়তে হবেএই মর্মেতারাপাঁশকুড়া কলেজের অধ্যক্ষের কাছেগণ ইমেলের মাধ্যমেবিমুখ দাবি জানায়ওদের কাছ থেকে কোনওদের কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ায়সোমবার সকালে পাঁশকুড়া বনমালী কলেজ প্রাঙ্গণেচত্বরে তারা বিক্ষোভ এনামেল,এবং অভিযোগ করেন,তারা তাদের ডেপুটেশন কপিটি প্রিন্সিপালের কাছে জমা দিতে গেলে,প্রথমেই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছেলেরাতাদের বাধা দেয়এবং কলেজে ঢুকতেবাধা দেয়,কিছুক্ষণ পরে পরিস্থিতি সামাল দিতেপাঁশকুড়া থানার পুলিশকলেজ চত্বরে লেতাদেরকে ঘিরে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রীরা।এবং তাদের অভিযোগ পাঁচলা থানার পুলিশ ও তাদের কলেজে ঢুকতে বাধা দেয়।যদিও পুলিশ সূত্রে জানা যায়,করণা পরিস্থিতিতে এত ছাত্রছাত্রীকে একসঙ্গে কলেজে ঢুকতে দেওয়া যাবে না,।

No comments