Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেন্টারে সেন্টারের তারই প্রস্তুতি

করোনার কারণে গত প্রায় ১৮ মাস পঠন-পাঠন থেকে অনেকটাই দূরে পড়ুয়ারা। দীর্ঘদিন পর পড়ুয়ারা বসতে চলেছে পরীক্ষায়। আগামীকাল রাজ্যের বিভিন্ন সেন্টারে নেওয়া হবে জয়েন এন্ট্রান্স পরীক্ষা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপ…

 





 

 করোনার কারণে গত প্রায় ১৮ মাস পঠন-পাঠন থেকে অনেকটাই দূরে পড়ুয়ারা। দীর্ঘদিন পর পড়ুয়ারা বসতে চলেছে পরীক্ষায়। আগামীকাল রাজ্যের বিভিন্ন সেন্টারে নেওয়া হবে জয়েন এন্ট্রান্স পরীক্ষা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, পাঁশকুড়া,কাঁথি ও হলদিয়ায় পরীক্ষার সেন্টার পড়েছে। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি সেন্টারে একটি বেঞ্চে একজন করে পড়ুয়া বসবে। এদিন তমলুকের হেমিলটন হাইস্কুল দমকল আধিকারিকরা এসে স্কুল সেন্টাইজ করে। কাঁথিতে দুটি সেন্টার,  পাঁশকুড়ায় দুটি, হলদিয়ায় একটি ও তমলুকে একটি। জেলায় মোট ৬ টি সেন্টার রয়েছে। সেই সেন্টার গুলি কোভিডের সমস্ত গাইডলাইন মেনেই পরীক্ষা নেওয়া হবে। চলছে তারই প্রস্তুতি। তমলুক হেভিল্টন হাইস্কুলে ৩৫০ জন পড়ুয়া পরীক্ষা দেবে তাদের জন্য ২৫ টি রুম প্রস্তুত করা হয়েছে। কোভিডের সমস্ত বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

No comments