Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যারাটেতে সোনার ও সিলভারের মেডেল জয়ী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা

ক্যারাটে প্রশিক্ষিত জাতীয়স্তরের স্টুডেন্টদের সম্বর্ধনার মধ্য দিয়ে সোনার ও সিলভারের মেডেল তুলে দিল আমন্ত্রিত অতিথিরা।বিশ্বের বিভিন্ন সংস্থা অনলাইন ভার্চুয়ালের মাধ্যমে ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছে, সেই সুবাধে ওই ভার্চুয়াল ক্যারাটে…

 





ক্যারাটে প্রশিক্ষিত জাতীয়স্তরের স্টুডেন্টদের সম্বর্ধনার মধ্য দিয়ে সোনার ও সিলভারের মেডেল তুলে দিল আমন্ত্রিত অতিথিরা।

বিশ্বের বিভিন্ন সংস্থা অনলাইন ভার্চুয়ালের মাধ্যমে ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছে, সেই সুবাধে ওই ভার্চুয়াল ক্যারাটে প্রতিযোগীতায় অংশ নেয় পূর্ব মেদিনীপুরের ২৮ জন বালক বালিকা ,তাঁদের মধ্যে ১১ জন বালক বালিকা ট্রাডিশেনাল ক্যারাটে ওকিনাওয়া কোবুডো ইন্ডো কোকাই এর উপস্থাপিত জাতীয় ক্যীরাটেতে তাঁদের ক্যারাটের দক্ষতার ওপর কেউ সোনার মেডেল বা কেউ সিলভারের মেডেল ও জয়ের সার্টিফিকেট পায়। জেলার বিভিন্ন এলাকার ক্যারাটে স্টুডেন্টরা ক্যারাটে পারফর্ম করে আমন্ত্রিত অতিথিদের সামনে। তাঁদের ক্যারাটে দক্ষতা দেখে আপ্লুত পাঁশকুড়া থানার ভারপ্রাপ্ত আই সি আশীষ মজুমদার। ওই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আই সি, অফিসার আশীষ মজুমদার, পৌরসভার কাউন্সিলর সেক সমিরুদ্দিন, উদ্যোক্তা করন ভৌমিক।তবে ক্যারাটে ছাত্রছাত্রীদের মূল উদ্যোক্তা ক্যারাটে প্রশিক্ষক সেক ইকবাল এই সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করেন।আগামীদিনে ক্যারাটের কিছু ছাত্রছাত্রীরা অলিম্পিকে যাওয়ার জন্যও নিজেদের সম্পূর্ন ভাবে তৈরি করছে বলে জানায় প্রশিক্ষক ও ছাত্রছাত্রীরা।

No comments