Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বনমালীচট্টা হাইস্কুলে র সহকারী প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্রের এটিএম থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ

বনমালীচট্টা হাইস্কুলে র সহকারী প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্রের অজ্ঞাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লাবণ্য বাজার শাখার সেভিংস অ্যাকাউন্টের এটিএম থেকে দফায় দফায় টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁর সেভিংস অ্যাকাউন্ট নং 1186010090002 থেকে এটি…

 





বনমালীচট্টা হাইস্কুলে র সহকারী প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্রের অজ্ঞাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লাবণ্য বাজার শাখার সেভিংস অ্যাকাউন্টের এটিএম থেকে দফায় দফায় টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁর সেভিংস অ্যাকাউন্ট নং 1186010090002 থেকে এটিএমে জালিয়াতি করে গত 9 ই জুলাই, শুক্রবার দুপুর ১ টা ৮ মিনিটে ১৫০০ টাকা ১ টা ১০ মিনিটে ১০০০ টাকা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের এটিএম কাউন্টার থেকে তুলে নিয়ে প্রতারণা করা হয়েছে। তিনি মোবাইলে মেসেজ পেয়ে পিএনবি র লাবণ্য বাজার শাখাকে সঙ্গে সঙ্গে অভিযোগ করেন এবং এটিএম কার্ড ব্লক করে দিতে বলেন।ব্যাঙ্ক ম্যানেজার কে রমনীকান্ত পাত্র লিখিত অভিযোগ করেন। কাঁথি থানায় এটিম প্রতারণা র অভিযোগ করতে গেলে থানা কতৃপক্ষ তমলুকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ করতে বলেন।বনমালীচট্টা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র কে কাঁথি থানা,তমলুক সাইবার ক্রাইম থানা ও বিধাননগরের সাইবার ক্রাইম সেলের মধ্যে যোগাযোগ করতে করতেই প্রানান্ত অবস্থা। বনমালীচট্টা হাইস্কুলে র প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বিষয়টি  জানতে পেরে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলা লীড ব্যাঙ্কের ভারপ্রাপ্ত প্রবন্ধক কে ই-মেইল বার্তা পাঠিয়ে এটিম প্রতারণা র তদন্ত পূর্বক দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন একজন সহকারী প্রধান শিক্ষক কে এটিম প্রতারণা র শিকার হয়ে যে ভাবে হয়রান হতে হচ্ছে তাতে সহজেই অনুমান করা যায় সাধারণ মানুষ প্রতারণা র শিকার হলে কিভাবে পাহাড়প্রমাণ হয়রান হতে হয়।


No comments