Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুকড়াহাটি অঞ্চলে নতুন প্রধান হলেন শেফালী

সুতাহাটা ব্লক কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে ভোটাভুটির মাধ্যমে প্রধান নির্বাচিত হয় তৃণমূল পরিচালিত  কুকড়া হাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের দুই গোষ্ঠীর ভোটাভুটি এলাকা টানটান উত্তেজনা ছিল।
৯-৭ ফলাফলে জিতে প্রধান হলেন শেফালী …

 




সুতাহাটা ব্লক কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে ভোটাভুটির মাধ্যমে প্রধান নির্বাচিত হয় তৃণমূল পরিচালিত  কুকড়া হাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের দুই গোষ্ঠীর ভোটাভুটি এলাকা টানটান উত্তেজনা ছিল।


৯-৭ ফলাফলে জিতে প্রধান হলেন শেফালী ভৌমিক। তৃণমূল সূত্রে জানা যায়, তিনবারের পঞ্চায়েতের সদস্য স্বচ্ছ ভাবমূর্তি আনিসুল হককে প্রধান করার জন্য দলের আভ্যন্তরীণ নির্দেশ ছিল ।সেদিন প্রধান নির্বাচনের সময় তার নাম প্রস্তাব করা হয় ।সেই সময় তৃণমূলের অন্য একটি গোষ্ঠী শেফালী ভৌমিক এর নাম প্রস্তাব করে। ফলে ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে প্রধান নির্বাচনের ফয়সালা হয়।শেফালী দেবী আগে প্রধান ছিলেন তারপর ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের পর প্রধান হয়েছিলেন দিলীপ মন্ডল। সম্প্রতি তিনি করোণায় আক্রান্ত মারা যান। স্থানীয়দের অভিযোগ শেফালী ভৌমিকের নামে পঞ্চায়েতের কাজে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তৃণমূল জেলার অন্যতম মুখপাত্র তাপস মাইতি বললেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্য কে প্রধান করার জন্য দলীয় ভাবে নির্দেশ ছিল ঠিকই ।কিন্তু বেশি পঞ্চায়েত সদস্য শেফালিকে সমর্থন করা শেফালী ভৌমিক প্রধান নির্বাচিত হলেন।



No comments