Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাতভর বৃষ্টি, জলমগ্ন হলদিয়া ১৭ নং ওয়ার্ডে

রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। বুধবার থেকেই জেলাজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল থেকেও প্রবল বেগে জেলার বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি।  হুগলি ও হলদি নদী ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে। পূর্ব মেদ…

 





রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। বুধবার থেকেই জেলাজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল থেকেও প্রবল বেগে জেলার বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি।  হুগলি ও হলদি নদী ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলার যুব কংগ্রেসের উদ্যোগে জেলা সহ-সভাপতি আজগর আলীর নেতৃত্বে যুব টিম বিভিন্ন জায়গায় উদ্ধারকার্যে নেমেছেন বহু মানুষ ঘর ছেড়ে এখন ত্রান শিবিরে রয়েছেন তাদের শুকনো খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সহ-সভাপতি এবং হলদিয়া পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলি (পল্টু)। আজগর জানান গতকাল রাত থেকেই এলাকার যুব কর্মীদের নির্দেশ মতো এলাকায় মে সকল মানুষ জল বন্দি হয়েচ্ছেন তাদেরকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাবার জন্য যুবক কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। হলদিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১০০টি পরিবার স্কুল ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী  প্রতিষ্ঠানে গিয়ে উঠেছেন তাদের শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন হলদিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং তিনি আরো বললেন হলদিয়া পৌর এলাকায় একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে যেখানে নিকাশি নিয়ে সাধারণ মানুষের সমস্যা রয়েছে সেই নিকাশি ব্যবস্থা কে ত্বরান্বিত করার জন্য আই টি কলেজের একটি সার্ভে সার্ভে সার্ভে করছেন খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে। তিনি বলেন আম্ফান ক্ষতিগ্রস্ত মানুষ এখনো গৃহ অনুদান পেয়েছেন কিন্তু ঘর করতে পারেনি তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে আনার জন্য এবং তিনি নিজেই ভোর থেকে বেরিয়ে পড়েছেন  হলদিয়া পৌর এলাকার ২৯ টি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছেন।


No comments