Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া থেকে পাঁশকুড়া ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ

অতিরিক্ত পেশাল ট্রেন হলদিয়া থেকে পাঁশকুড়া পর্যন্ত চালানোর ও অন্যান্য দাবিতে স্মারকলিপি দিলেন সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হলদিয়া শাখা।কভিড 19 সারাদেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে পড়েছিল…

 




অতিরিক্ত পেশাল ট্রেন হলদিয়া থেকে পাঁশকুড়া পর্যন্ত চালানোর ও অন্যান্য দাবিতে স্মারকলিপি দিলেন সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হলদিয়া শাখা।কভিড 19 সারাদেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে পড়েছিল। এখন অনেকটাই কমেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন ঘোষণা করেছেন ১লা জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত তার মধ্যেই যানবাহন পরিবহন ব্যবস্থা সচল রাখার জন্য বলেছেন। কিন্তু ট্রেন চলছে না তাই হলদিয়া থেকে পাঁশকুড়া পর্যন্ত একটি পেশাল ট্রেনের দাবি নিয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার এসোসিয়েশন হলদিয়ার শাখা তরফ থেকে বরদা স্টেশন মাস্টারের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তার সাথে স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় ।তাদের দাবি দীর্ঘ ৪৫ দিন লকডাউন এর জন্য সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় বিশেষ করে যাহারা জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত তাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তার ফলে এই মহামারী কালের জরুরী পরিষেবা তথা অন্যান্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের সুবিধার্থে হলদিয়া থেকে কমপক্ষে পাঁশকুড়া পর্যন্ত সকালে পূর্বের সময় অনুযায়ী এবং রাত্রিতে পূর্বের সময় অনুযায়ী পাঁশকুড়া থেকে হলদিয়া পর্যন্ত একটি পেশাল ট্রেন চালানো দাবিতে বরদা স্টেশন মাস্টার আর কে গুপ্তার কাছে স্মারকলিপি দিলেন। যাত্রী কল্যাণ সমিতির সম্পাদক সরোজ ঘোড়া বললেন আমরা আজ  তিনটার সময় রেল স্টেশনে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য রেল অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করলাম।  যাতে আমাদের দাবি রেল কর্তৃপক্ষ গুরুত্বসহকারে বিবেচনা করেন। চাইলে রেল কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে  নিতে পারেন। হলদিয়া শিল্পাঞ্চল একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর সেই বিষয়টি মাথায় রেখে রেল কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা কামনা করছি। ইতিপূর্বে অনেকগুলো বিষয় নিয়ে রেল কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছিলাম সেগুলি যাতে বিবেচনা করা হয় তারা দাবি করছি। এবং আগামী জুলাই মাসে নতুন টাইম টেবিলের কে দু'জোড়া লোকাল ট্রেনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব বাস্তবায়িত করার জন্য অনুরোধ করছিহলদিয়া । আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন south-eastern হলদিয়া প্যাসেঞ্জার ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক সরোজ ঘোড়া, সভাপতি শক্তি প্রসাদ বেরা।ছবি লাল পাল ,তরুন প্রধান ,উৎসব রায় প্রমুখ।


No comments