ভারতের একতা ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বলিদানকারী প্রখর রাষ্ট্রবাদী নেতা, জনসংঘের প্রতিষ্ঠাতা,পশ্চিমবঙ্গের জনক ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০ তম জন্মদিবসে হলদিয়া বিধানসভা অন্তর্গত সুতাহাটা কভিদ 19 এবং …
ভারতের একতা ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বলিদানকারী প্রখর রাষ্ট্রবাদী নেতা, জনসংঘের প্রতিষ্ঠাতা,পশ্চিমবঙ্গের জনক ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০ তম জন্মদিবসে হলদিয়া বিধানসভা অন্তর্গত সুতাহাটা কভিদ 19 এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির অনুষ্ঠান হয়।করোনা আবহে রক্ত সঙ্কট মেটাতে হলদিয়া সুতাহাটা আমন্ত্রণ প্রেক্ষাগৃহে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির।রক্তদান শিবিরের উদ্বোধন করে হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল।এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বিজেপি নেতৃত্ব সোমনাথ ভূঞ্যা, এবং আনন্দময় অধিকারী সহ অন্যান্যরা।উদ্যোক্তারা জানান এই কোভিড পরিস্থিতিতে জেলার ব্ল্যাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদা মেটাতে এবং এই অতিমারিতে মূমুর্ষ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের জোগান দিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে।এদিন কোভিড বিধি মেনে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করে।
No comments