Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্থানান্তর! প্রতিবাদী বিক্ষোভ বাংলা পক্ষের

দেশজুড়ে একের পর এক সরকারি সংস্থাগুলি বেসরকারিকরণ করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। বেসরকারিকরণের পাশাপাশি রাজ্যে অবস্থিত বহু সংস্থার সদর দপ্তর সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার। রাজ্যে অবস্থিত অর্ডিন্যান্স ফ্যাক্…

 




দেশজুড়ে একের পর এক সরকারি সংস্থাগুলি বেসরকারিকরণ করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। বেসরকারিকরণের পাশাপাশি রাজ্যে অবস্থিত বহু সংস্থার সদর দপ্তর সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার। রাজ্যে অবস্থিত অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, খবর প্রকাশ্যে আসতেই লাগাতার মিছিল করে প্রতিবাদ জানায় বাংলা পক্ষ। মঙ্গলবার রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে বাংলা পক্ষের সদস্যরা।রাজ্যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্থানান্তরের প্রতিবাদে, মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ বাংলা পক্ষের উদ্যোগে রাজপথে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কলকাতার বাবুঘাট সংলগ্ন এলাকায় বিক্ষোভ চলাকালীন সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় দাবি করেন, "বাংলা থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরির মূল কেন্দ্র স্থানান্তরিত করে ইউপিতে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু অর্ডিন্যান্স ফ্যাক্টরি নয়, এর মতো বিভিন্ন সংস্থাকে একে একে বাংলা থেকে সরিয়ে ভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে।"বাংলা পক্ষের সদস্যরা জানান, 'ইতিমধ্যেই সমৃদ্ধ ভবনে অবস্থিত এসবিআইয়ের হেড অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, SAIL-এর কাঁচামালের সদর দপ্তরকেও স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে ন্যাশনাল লাইব্রেরী, বেঙ্গল কেমিক্যালস সরানোর পরিকল্পনা চলছে। শুধুমাত্র একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি সরানো হচ্ছে না, ধাপে ধাপে পরিকল্পনা করে বাংলায় অবস্থিত সমস্ত ফ্যাক্টরিগুলোকে ধ্বংস করা হচ্ছে। বাংলা ও বাঙালির ধ্বংসের চক্রান্ত করছে দিল্লি সাম্রাজ্যবাদীরা।' অর্ডিন্যান্স ফ্যাক্টরির আধিকারিকদের সাথে দেখা করার পাশাপাশি দিল্লিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন বলে জানিয়েছেন বাংলা পক্ষের সদস্যরা।

No comments