হলদিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে দূর্গাচকে হাউসিং কার্য্যালয়ে ৯ নং ওয়ার্ড বঙ্গ জননী বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো সাধারণ সভা। উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ,হলদিয়া শহর বঙ্…
হলদিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে দূর্গাচকে হাউসিং কার্য্যালয়ে ৯ নং ওয়ার্ড বঙ্গ জননী বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো সাধারণ সভা। উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ,হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী দিপালী দেবনাথ বাগ,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রতিমা বেতাল,১২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিমল মাঝি,১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রিতা মিদ্দা দাস,৯ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর মাইতি,১২ নং ওয়ার্ড বঙ্গ জননী বাহিনীর কনভেনার মনিমালা করণ,এছাড়াও অনান্য নেতৃত্ব বৃন্দ। উক্ত সভায় ২৭ শে জুলাই নানুর দিবস উৎযাপন নিয়ে আলোচনা হয়,তারপর ৯ নং ওয়ার্ড বঙ্গ জননী বাহিনীর কমিটি গঠন করা হয়,এবং সেই কমিটির সভানেত্রী হিসাবে চৈতালী মজুমদারের নাম ঘোষণা করেন হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী দিপালী দেবনাথ বাগ এছাড়াও ব্লক কমিটিতে ঐ ওয়ার্ডের কাউন্সিলর প্রতিমা বেতালের নাম সংযুক্ত করা হয় ।উক্ত সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রতিমা বেতাল।
No comments