Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাচীন মহিষাদল রথের পরিবর্তে জগন্নাথ যাবে পালকিতে

সালটা ১৯৩২। তৎকালীন পরাধীন ভারতে ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে বন্ধ হয়ে গিয়েছিল শতাব্দী প্রাচীন মহিষাদলের রথযাত্রা। এরপর ফের ১৯৩২ সালের পুনরাবৃত্তি ২০২১ সালে। তবে এবার ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে নয়। এবার মহিষাদলের রথযাত…

 





সালটা ১৯৩২। তৎকালীন পরাধীন ভারতে ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে বন্ধ হয়ে গিয়েছিল শতাব্দী প্রাচীন মহিষাদলের রথযাত্রা। এরপর ফের ১৯৩২ সালের পুনরাবৃত্তি ২০২১ সালে। তবে এবার ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে নয়। এবার মহিষাদলের রথযাত্রা বন্ধ করোনা ভাইরাসের কথা মাথায় রেখে। সরকারের তরফ থেকে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছে। সেই জায়গায় মহিষাদলের রথযাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। তাই এই ভিড় এড়ানোর জন্য ইতিমধ্যে মহিষাদল পঞ্চায়েত সমিতি ও মহিষাদল রাজ পরিবারের তরফ থেকে ২৪৬ বছরের এই রথ টানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারে রাজবাড়ীর কূলদেবতা মাসির বাড়ি পৌঁছাবে রাজবাড়ীর পালকি চড়ে। রাজবাড়ীর পালকি চড়েই প্রভু জগন্নাথ দেব ও রাজবাড়ীর কুলদেবতা গোপালজিউ যাবেন মাসির বাড়ি মহিষাদলের ঘাঘরাতে। মহিষাদল রাজ পরিবার ও মহিষাদল পঞ্চায়েত সমিতির যৌথ বৈঠক আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য বছর রাজবাড়ীর পালকি চড়ে রাজ পরিবারের সদস্যরা এসে রথের রশিতে প্রথম টান দিয়ে রথ টানার সূচনা করতে। কিন্তু চলতি বছরে একেবারে ব্যতিক্রমী ঘটনা। এবারে রাজপরিবারের সদস্য নয়, প্রভু জগন্নাথদেবই পালকি চড়ে যাবেন তিনি তার মাসি বাড়ি।

No comments