Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বজ্রপাত থেকে বাঁচতে বাঁশের হাতল দেওয়া ছাতা প্রদান

হলদিয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইউরেকার উদ্যোগে সুটাহাটা বরদা স্টেশন চত্বরে একশো জন বয়স্ক গ্রামবাসীদের হাতে বাঁশের হাতল যুক্ত ছাতা , কাপড়ের ব্যাগ , গামার গাছ, কদম গাছ ও মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
উদ্যোক্তাদের পক্ষে ক্র…

 





হলদিয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইউরেকার উদ্যোগে সুটাহাটা বরদা স্টেশন চত্বরে একশো জন বয়স্ক গ্রামবাসীদের হাতে বাঁশের হাতল যুক্ত ছাতা , কাপড়ের ব্যাগ , গামার গাছ, কদম গাছ ও মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।


উদ্যোক্তাদের পক্ষে ক্রীড়া সংগঠক শান্তনু বেরা জানান, এই সময় প্রচুর বজ্রপাত হচ্ছে। গাঁ এলাকায় বজ্রপাতে অনেকেই মারা যাচ্ছেন । বিশেষ করে চাষের কাজে মাঠে থাকতে হয় । সেই সময় স্টিলের হাতল দেওয়া ছাতা বিপদজনক। তাই এদিন ট্র্যাডিশনাল বাঁশের হাতল দেওয়া ছাতা প্রদান করা হল। এর সাথে বিতরণ করা হল গাছ। ছাতা পেয়ে আপ্লুত স্থানীয় বয়স্ক মানুষরা। এদের দাবি , পুরাতন দিনের এই ছাতা আমাদের খুব প্রিয় ছিল। কিন্তু বাজারে এই ছাতা পাওয়া যায়না। স্থানীয় বাসিন্দা দুলাল সামন্ত জানান, এখন বজ্রপাত বেড়েছে অনেক বেশি।  বাঁশের হাতল দেওয়া ছাতা বজ্রপাতের সময় বিপদ ডেকে আনবে না।এই ধরনের এট ছাতা কিভাবে পাওয়া গেলো?জানা গেলো , অর্ডার দিয়েই তৈরি করা হয়েছে এই বিশেষ ছাতা। এর সাথে বজ্রপাতের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে তা সবিস্তারে জানান শান্তনু বাবুরা।





No comments