Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সি পি আই (এম) পার্টির কর্মীসহ নেতৃত্বরা বিপন্ন জল বন্দী মানুযের পাশে

হলদিয়া পৌরসভা এবং হলদিয়া পোর্ট কর্তৃপক্ষের উদাসিনতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার অভাব।  যার ফলে হলদিয়া টাউনশিপের আবাসিক এলাকাসহ পৌরসভার বহু এলাকা( মিলন, ডিঘাসিপুর,রানিচক , চিরঞ্জিবপুর , ক্ষুদিরাম নগর,নিবেদিতা কলোনি, সুকান্ত কলো…

 




হলদিয়া পৌরসভা এবং হলদিয়া পোর্ট কর্তৃপক্ষের উদাসিনতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার অভাব।  যার ফলে হলদিয়া টাউনশিপের আবাসিক এলাকাসহ পৌরসভার বহু এলাকা( মিলন, ডিঘাসিপুর,রানিচক , চিরঞ্জিবপুর , ক্ষুদিরাম নগর,নিবেদিতা কলোনি, সুকান্ত কলোনি, গান্ধীনগর, বনবিষ্ণুপুর , বাড ঘাসিপুর , রায়রায়ারচক , রাধাবল্লভচক,হাতিবেড়িয়া,দেভোগ  সহ বিভিন্ন এলাকা ও বস্তি এলাকা ) বৃষ্টির জলে ভাসলো।  

গত ২৮ জুলাই   বিকাল পাঁচটা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়।  আজ ২৯ জুলাই তারিখ সকাল ৮ টায় খাল ও নদীর সংযোগস্থলের জলনিকাশী লক গেট খোলা হয়। এরফলে টানা বৃষ্টির জল বাড়তে বাড়তে আবাসিক এলাকার বাড়ির মধ্যে জল ঢুকে পড়ে।  যদি সঠিক সময়ে গতকাল লক গেট খুলে দেওয়া যেত তাহলে হাজার হাজার মানুষ এই কঠিন সমস্যা ও ক্ষতির সম্মুখীন হতো না। পরিস্থিতির উন্নতি না হলে প্রধান রাস্তাগুলি জলের তলায় তলিয়ে যাবে ও হলদিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে l

এই পরিস্থিতিতে সি পি আই (এম) পার্টির কর্মীসহ নেতৃত্বরা  বিপন্ন  মানুযের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। বিশেষ করে বস্তিবাসী এলাকার মানুষের পাশে থেকে  তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, তাদের দুপুরে কিভাবে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা যায় সেই সব বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। এর পাশাপাশি আবাসিক এলাকার মানুষদের পাশে দাঁড়ানোরও চেষ্টা করেছে।

   

No comments