Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়ল প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

প্রদীপ কুমার মাইতি এগরাঃ ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অস্বস্তিতে রাজ্যের শাসকদল। কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। এবার পূর্ব মেদিনীপুরের খোদ এগরা শহরের ঘটনা। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুর এলাকায়  সরকা…

 




প্রদীপ কুমার মাইতি এগরাঃ ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অস্বস্তিতে রাজ্যের শাসকদল। কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। এবার পূর্ব মেদিনীপুরের খোদ এগরা শহরের ঘটনা। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুর এলাকায়  সরকারি জায়গা দখল করে ঘরবাড়ি করা সম্পূর্ণ বেআইনি। কিন্তু প্রশ্ন রাতের অন্ধকারে কি করে সরকারি জায়গা দখল করে রাস্তার (পিডব্লুভিইউ-তে) ধারে উঠছে সারি সারি অবৈধ নির্মাণ। কার মদতে চলছে অবৈধ নির্মাণ? তাহলে  শাসকদলেরই  হলেই কি সাতখুন মাপ!  তা নিয়েই কিন্তু অভিযোগ বিস্তর। এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ। স্থানীয় ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ডের দাপুটে তৃণমূল নেতা তাহের মল্লিক অবশ্য সরাসরি অভিযোগ করেন এগরার পুরপ্রশাসক স্বপন কুমার নায়কের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, এগরার পুরপ্রশাসক স্বপন কুমার নায়ক টাকার বিনিময়ে শুধুই অবৈধ কাজের অনুমোদন দিচ্ছেন। সব নয়ানজুলির উপর অবৈধভাবে ঘর তৈরি হচ্ছে। এগরা পুরসভার বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ডে স্বপন নায়কের মদতে সবই চলছে। আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে উর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।" তিনি আরও বলেন, গোষ্ঠীকোন্দল লাগালে স্বপনবাবুর ফায়দা হয়, আবার ওয়ার্ডবাসীরা অভিযোগ করলে উনার লাভ হয়। এইসব করে স্বপনবাবু মোটা টাকা নিচ্ছে বলে তাহের মল্লিকের অভিযোগ। তবে এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে স্থানীয় পুরপ্রশাসক স্বপন কুমার নায়কের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। এমনকি এসএমএসেও উত্তর দিতে রাজি হননি অভিযুক্ত পুরপ্রশাসক স্বপন কুমার নায়ক।

No comments