করোনা পরিস্থিতিতে শিক্ষার সমস্ত স্তরে ফি মকুব, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল কলেজ খোলা এবং পরিবহনে ছাত্রদের কনসেশনের দাবিতে ছাত্র সংগঠন এ আই ডি এস ও রাজ্যজুড়ে অবরোধের কর্মসূচির ডাক দিয়েছিল। সেই কর্মসূচিতে কাঁথি সহ রাজ্যের ন…
করোনা পরিস্থিতিতে শিক্ষার সমস্ত স্তরে ফি মকুব, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল কলেজ খোলা এবং পরিবহনে ছাত্রদের কনসেশনের দাবিতে ছাত্র সংগঠন এ আই ডি এস ও রাজ্যজুড়ে অবরোধের কর্মসূচির ডাক দিয়েছিল। সেই কর্মসূচিতে কাঁথি সহ রাজ্যের নানা জায়গায় পুলিশের বর্বর আক্রমণের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। আজ প্রতিবাদ দিবসে পাঁশকুড়া স্টেশন প্রতিবাদ মিছিল করল ছাত্র সংগঠন এ আই ডি এস। নেতৃত্ব দেন দীপঙ্কর মাইতি সুমন্ত সী, নিরুপমা বক্সী প্রমূখ। সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপঙ্কর মাইতি বলেন, করোনায় বহু মানুষের কাজ চলে গিয়েছে। আবার শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বহুদিন বন্ধ রয়েছে। তা সত্ত্বেও বছরের নির্দিষ্ট সময়ে ফি নেওয়া চলছে।এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলতে হবে।
No comments